বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অবমাননাকর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশিদের বিরুদ্ধে কার্যকর হওয়া শুরু হলেও সরকার ও সরকারি দল তাতে লজ্জিত হচ্ছে না। এখান থেকে তারা কোনো শিক্ষাও গ্রহণ করছে না। যে কোনোভাবে ক্ষমতায় টিকে থেকে নির্বাচন অনুষ্ঠানে তাদের বেপরোয়া মনোভাব আজ গোটা দেশকে বড় বিপদে ফেলে দিয়েছে।
তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞার বহুমাত্রিক অভিঘাত দেশের সংকটকে কেবল আরও ঘনীভূতই করবে। দেশে পরাশক্তিসমূহের হস্তক্ষেপের রাস্তা খুলে দিয়েছে। এই পরিস্থিতি ডেকে আনার দায়-দায়িত্ব সরকার ও সরকারি দলের। আর একটি একতরফা নীলনকশার নির্বাচনী পাঁয়তারায় সরকার ও সরকারি দল দেশকে অনিবার্য সংঘাত-সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে তারা আজ দেশ ও জনগণকেই বাজি ধরেছে। তবে কোনো কূটকৌশলেই এবার আর ক্ষমতায় থেকে সরকারি দলের পক্ষে আর একটি তামাশার নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
রোববার (২৪ সেপ্টেম্বর) সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির রাজনৈতিক পরিষদের বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সাইফুল হক।
তিনি সংঘাত এড়িয়ে অনতিবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
সভায় গৃহীত এক প্রস্তাবে নিত্যপণ্যের বাজার পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, মুনাফাখোর বাজার সিন্ডিকেট কি সরকারের চেয়ে শক্তিশালী! সভার প্রস্তাবে বলা হয়, বাজার সিন্ডিকেটসমূহের সাথে সরকারের অশুভ আঁতাতের কারণেই বাজার ব্যবস্থায় চূড়ান্ত নৈরাজ্য চলছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। প্রস্তাবে আরও বলা হয়, চূড়ান্ত দায়িত্বহীন ও সংবেদনহীন সরকার ও বাজার সিন্ডিকেটকে বিদায় দেওয়া ছাড়া বিদ্যমান নরকযন্ত্রণা থেকে মানুষের উদ্ধার পাবার কোনো রাস্তা নেই।
মন্তব্য করুন