

ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, দলের পরিকল্পনায় প্রতিটি পরিবারের সব সদস্যের জন্য সুযোগ তৈরি করা হবে। এর মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড, যা মহিলাদের নিরাপত্তা দেবে এবং তাদের স্বাবলম্বী করে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারের সময় রাজধানীর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডে আয়োজিত পথসভায় রবিন এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড ছাড়াও পরিবারের পুরুষ ও সন্তানদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার জন্য বিএনপি সর্বমোট আটটি পরিকল্পনা গ্রহণ করেছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলে এই আটটি বিষয় বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা হবে।
রবিন বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তাই কৃষিনির্ভর এলাকার মানুষদের জন্য কৃষি কার্ড থাকবে, যা সার, পরামর্শ এবং ফসল আবাদের জন্য ব্যাংক ঋণ সুবিধা দেবে। অর্থের অভাবে কেউ সুবিধা থেকে বঞ্চিত হবে না।
তিনি আরও বলেন, প্রতিটি সন্তানের জন্য বুদ্ধিভিত্তিক শিক্ষা, একাধিক ভাষায় দক্ষতা অর্জন, খেলাধুলা ও সংস্কৃতির সুযোগ নিশ্চিত করা হবে। যাতে শিক্ষার্থী ও খেলাধুলায় মনোনিবেশ করতে পারে এবং মাদকের প্রলোভনে পতিত না হয়।
পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত সমাজ তৈরিকেও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, বাংলাদেশে দূষণের মাত্রা অনেক বেশি। তাই মুক্ত জ্ঞান চর্চা ও নিরাপদ বিচরণের জন্য পার্ক ও খোলা পরিবেশের সুযোগ তৈরি করা হবে।
বিএনপির কার্যক্রমের ওপর জোর দিয়ে তানভীর আহমেদ রবিন বলেন, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য শিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। খালেদা জিয়ার শাসনামলে খাদ্যের বিনিময়ে শিক্ষা পরিকল্পনা কার্যকর করা হয়েছিল। শ্রমজীবী মানুষের জন্য সুবিধা প্রদানের মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখার ধারাকে আমরা অব্যাহত রাখব।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এর সাবেক তিনবারের সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, বৃহত্তর শ্যামপুর বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা-৪ নির্বাচনী প্রধান সমন্বয়ক ইমরান আহমেদ রাসেল, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম দীপু এবং সাধারণ সম্পাদক আবুল হাসেম আনিচ।
মন্তব্য করুন