কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ডে নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে : রবিন

নির্বাচনী প্রচারের সময় রাজধানীর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডে আয়োজিত পথসভায় ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন | ছবি : কালবেলা
নির্বাচনী প্রচারের সময় রাজধানীর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডে আয়োজিত পথসভায় ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন | ছবি : কালবেলা

ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, দলের পরিকল্পনায় প্রতিটি পরিবারের সব সদস্যের জন্য সুযোগ তৈরি করা হবে। এর মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড, যা মহিলাদের নিরাপত্তা দেবে এবং তাদের স্বাবলম্বী করে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারের সময় রাজধানীর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডে আয়োজিত পথসভায় রবিন এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড ছাড়াও পরিবারের পুরুষ ও সন্তানদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার জন্য বিএনপি সর্বমোট আটটি পরিকল্পনা গ্রহণ করেছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলে এই আটটি বিষয় বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা হবে।

রবিন বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তাই কৃষিনির্ভর এলাকার মানুষদের জন্য কৃষি কার্ড থাকবে, যা সার, পরামর্শ এবং ফসল আবাদের জন্য ব্যাংক ঋণ সুবিধা দেবে। অর্থের অভাবে কেউ সুবিধা থেকে বঞ্চিত হবে না।

তিনি আরও বলেন, প্রতিটি সন্তানের জন্য বুদ্ধিভিত্তিক শিক্ষা, একাধিক ভাষায় দক্ষতা অর্জন, খেলাধুলা ও সংস্কৃতির সুযোগ নিশ্চিত করা হবে। যাতে শিক্ষার্থী ও খেলাধুলায় মনোনিবেশ করতে পারে এবং মাদকের প্রলোভনে পতিত না হয়।

পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত সমাজ তৈরিকেও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, বাংলাদেশে দূষণের মাত্রা অনেক বেশি। তাই মুক্ত জ্ঞান চর্চা ও নিরাপদ বিচরণের জন্য পার্ক ও খোলা পরিবেশের সুযোগ তৈরি করা হবে।

বিএনপির কার্যক্রমের ওপর জোর দিয়ে তানভীর আহমেদ রবিন বলেন, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য শিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। খালেদা জিয়ার শাসনামলে খাদ্যের বিনিময়ে শিক্ষা পরিকল্পনা কার্যকর করা হয়েছিল। শ্রমজীবী মানুষের জন্য সুবিধা প্রদানের মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখার ধারাকে আমরা অব্যাহত রাখব।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এর সাবেক তিনবারের সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, বৃহত্তর শ্যামপুর বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা-৪ নির্বাচনী প্রধান সমন্বয়ক ইমরান আহমেদ রাসেল, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম দীপু এবং সাধারণ সম্পাদক আবুল হাসেম আনিচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জনসভার মঞ্চে তারেক রহমান

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

বাংলাদেশের আসন্ন নির্বাচনে এআই ড্রোন ব্যবহার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান : আরাগচি

আইসিসিকে উগান্ডার অভিনব চিঠি

‘ইত্যাদি’ এবার ভোলায়

মজিবুর রহমান মঞ্জুর ‘নির্বাচনী ডিজিটাল ক্যারাভ্যান’ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে এনসিটি ইস্যুতে শ্রমিক দলের বিক্ষোভ

ভারতে কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রস্তাব

‘ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে’

১০

সংসদ নির্বাচন / রেকর্ড সংখ্যায় আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষকের দল, তালিকায় থাকছে যারা

১১

শেষ মুহূর্তের অর্থায়ন সত্ত্বেও শাটডাউনে মার্কিন সরকার

১২

প্রকাশ্যে গুলিবর্ষণকারী সেই যুবক পিস্তলসহ গ্রেপ্তার

১৩

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা : ইসি সানাউল্লাহ

১৪

ভুটানকে খেলা শেখাল বাংলাদেশের মেয়েরা

১৫

স্থবির চট্টগ্রাম বন্দর, কনটেইনার ও পণ্য ওঠানামা বন্ধ

১৬

তারেক রহমানের খুলনা সফরের তারিখ ঘোষণা

১৭

বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের পর আইসিসির সঙ্গে নতুন ঝামেলায় জড়াল বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও

১৮

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, ৮ পুলিশ নিহত

১৯

ফ্যামিলি কার্ডে নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে : রবিন

২০
X