কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তের অর্থায়ন সত্ত্বেও শাটডাউনে মার্কিন সরকার

মার্কিন ক্যাপিটল ভবন। ছবি : সংগৃহীত
মার্কিন ক্যাপিটল ভবন। ছবি : সংগৃহীত

শেষ মুহূর্তে সিনেটে অর্থায়ন চুক্তি পাস হলেও যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আংশিকভাবে শাটডাউনে গেছে। শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাত থেকে সরকারি অর্থায়নে স্থগিতাদেশ কার্যকর হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিনেট অধিকাংশ সরকারি সংস্থার জন্য সেপ্টেম্বর পর্যন্ত অর্থায়নে সম্মতি দিলেও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) জন্য মাত্র দুই সপ্তাহের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই দপ্তরটি অভিবাসন আইন প্রয়োগ ও সীমান্ত নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তবে বিলটি এখনো প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়নি।

অভিবাসন আইন প্রয়োগের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দে আপত্তির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে এই চুক্তিতে পৌঁছান। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার পর ডেমোক্র্যাটরা কঠোর অবস্থান নেয়।

বিবিসি জানিয়েছে, এটি গত এক বছরে মার্কিন সরকারের দ্বিতীয় শাটডাউন। এর আগেরটি ছিল ২০২৫ সালে। এ সময়ে ১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ৪৩ দিন স্থায়ী হয়। এটি মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থা। সে সময় বিমান চলাচলসহ গুরুত্বপূর্ণ সরকারি সেবায় বড় ধরনের প্রভাব পড়ে এবং কয়েক লাখ সরকারি কর্মচারী সপ্তাহের পর সপ্তাহ বেতন পাননি। তবে এবারের শাটডাউন দীর্ঘস্থায়ী বা ব্যাপক হওয়ার সম্ভাবনা কম। কারণ প্রতিনিধি পরিষদ সোমবার পুনরায় অধিবেশনে বসার কথা রয়েছে।

এদিকে হোয়াইট হাউস পরিবহন, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক সংস্থাকে শাটডাউন পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। সংস্থাগুলোকে পাঠানো এক স্মারকে বলা হয়, কর্মচারীদের নিয়মিত কর্মসূচি অনুযায়ী কাজে উপস্থিত হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে শাটডাউন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আমরা আশা করছি, এই স্থগিতাদেশ স্বল্পমেয়াদি হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসনে থাকা রিপাবলিকানদের এই চুক্তির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, আইনপ্রণেতারা ডিএইচএসের জন্য বরাদ্দ দুই সপ্তাহের সময় ব্যবহার করে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর পরিকল্পনা করছেন। ডেমোক্র্যাটরা চাইছেন, নতুন চুক্তিতে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য কঠোর নীতিমালা অন্তর্ভুক্ত করা হোক।

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, আমাদের আইসিইকে (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) নিয়ন্ত্রণে আনতে হবে এবং সহিংসতা বন্ধ করতে হবে। এর অর্থ হলো এলোমেলো টহল বন্ধ করা, নিয়ম-কানুন, নজরদারি ও বিচারিক ওয়ারেন্ট বাধ্যতামূলক করা। মুখোশ খুলতে হবে, ক্যামেরা চালু রাখতে হবে এবং কর্মকর্তাদের পরিচয় স্পষ্ট থাকতে হবে। কোনো গোপন পুলিশ চলবে না।

মিনিয়াপোলিসে অ্যালেক্স প্রেট্টি নামের এক আইসিইউ নার্সের মৃত্যুকে ঘিরে অভিবাসন এজেন্টদের কৌশল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই তীব্র সমালোচনা করেছে। গত সপ্তাহে একটি সংঘর্ষের সময় তাকে আটক করতে গেলে এক মার্কিন সীমান্তরক্ষী এজেন্ট গুলি চালালে তিনি নিহত হন। এই ঘটনার পর শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গুলির ঘটনায় তদন্ত শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সতর্কবার্তা ইসি সানাউল্লাহর

বিএনপির ৩০ নেতাকে বহিষ্কার

দারাজে শুরু হচ্ছে “২.২ গ্র্যান্ড রমজান বাজার”, ফ্ল্যাশ সেল ৮০% ছাড়

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

আল্লাহ আমাকে সহজ-সরল, নিষ্ঠাবান একটি আত্মা উপহার দিয়েছেন: শবনম ফারিয়া

তারেক রহমানের সহায়তাপ্রাপ্ত অন্ধ গফুরের বাড়িতে হামলা-লুটপাট

শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশ

নতুন খবর দিল পাকিস্তান

সিরাজগঞ্জের জনসভার মঞ্চে তারেক রহমান

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

১০

বাংলাদেশের আসন্ন নির্বাচনে এআই ড্রোন ব্যবহার করুন

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইরান : আরাগচি

১২

আইসিসিকে উগান্ডার অভিনব চিঠি

১৩

‘ইত্যাদি’ এবার ভোলায়

১৪

মজিবুর রহমান মঞ্জুর ‘নির্বাচনী ডিজিটাল ক্যারাভ্যান’ উদ্বোধন

১৫

চট্টগ্রাম বন্দরে এনসিটি ইস্যুতে শ্রমিক দলের বিক্ষোভ

১৬

ভারতে কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রস্তাব

১৭

‘ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে’

১৮

সংসদ নির্বাচন / রেকর্ড সংখ্যায় আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষকের দল, তালিকায় থাকছে যারা

১৯

শেষ মুহূর্তের অর্থায়ন সত্ত্বেও শাটডাউনে মার্কিন সরকার

২০
X