তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

৪০ বছর ইমামতির পর রাজকীয় বিদায়

দীর্ঘ ৪০ বছর ইমামতি করার পর মাওলানা মোহাম্মদ আব্দুস সালামকে রাজকীয় বিদায় দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী৷ ছবি : কালবেলা
দীর্ঘ ৪০ বছর ইমামতি করার পর মাওলানা মোহাম্মদ আব্দুস সালামকে রাজকীয় বিদায় দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী৷ ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার একটি মসজিদে দীর্ঘ ৪০ বছর ইমামতির পর ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামকে রাজকীয় বিদায় দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী৷

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার উত্তর দর্জিপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুস সালামকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িসহ মোটরসাইকেল বহরে তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

তার বিদায় উপলক্ষে একটি ফুলসজ্জিত প্রাইভেটকারে তাকে শেষবারের মতো মসজিদে নিয়ে আসা হলে ফুল ছিটিয়ে বরণ করে নেয় স্থানীয় শিশুরা৷

তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজ নগর গ্রামের আফাস মুন্সির ছেলে ৭৫ বছর বয়সী মাওলানা আব্দুস সালাম। তিনি ১৯৮৬ সাল থেকে টানা ৪০ বছর ধরে উত্তর দর্জিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে শনিবার মসজিদ প্রাঙ্গণে তার সম্মানে এক ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করে মসজিদ কর্তৃপক্ষ।

এতে প্রধান অতিথি ছিলেন সদ্য বিদায়ী মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। প্রধান আলোচক ছিলেন- নুরুল আলা নুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন শিশু স্বর্গের পরিচালক কবির আহমেদ আকন্দ ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন।

মসজিদ কর্তৃপক্ষ থেকে জানা গেছে, দীর্ঘ ৪০ বছর ধরে তিনি মসজিদের খেদমত করেছেন। তার বিদায়কে স্মরণীয় ও তার সম্মানে এমন আয়োজন করা হয়েছে৷ তার বিদায় ঘিরে স্থানীয়দের মাঝে মিলনমেলা তৈরি হয়। এ সময় ৫০-৫৫ বছর বয়স্ক তার শিক্ষার্থীসহ ছোট-বড় সব বয়সী মানুষ চলে আসেন ৷

উত্তর দর্জিপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ বলেন, আব্দুস সালাম সাহেব দীর্ঘ ৪০ বছর ধরে আমাদের মসজিদের দায়িত্ব পালন করেছেন। এ জন্য মসজিদ কর্তৃপক্ষের উদ্যাগে তার প্রাপ্য সম্মান প্রদানের চেষ্টা করব। আজকে তার বিদায়ে এমন স্মরণীয় আয়োজন করেছি৷ আমরা চাই, সব ইমাম ও খতিবরা যেন সম্মানের সঙ্গে বিদায় নিতে পারেন।

এ সময় বিদায়ী খতিব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, মসজিদ কর্তৃপক্ষ আমাকে যে সম্মান দিয়েছেন এতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠান শেষে তাকে নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন উপহার দেওয়ার পাশাপাশি তাকে ঘোড়ার গাড়িতে উঠানো হয়। এ সময় গ্রামবাসীর মাঝে কান্নার আবেগঘন পরিবেশ তৈরি হয়৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, জানা গেল নিহতের সংখ্যা

রোববার জামায়াতের ইশতেহার ঘোষণা হচ্ছে না

ইথিওপিয়ায় ড্রোন হামলা, নতুন সংঘাতের শঙ্কা

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম

অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের বার্তা

নির্বাচনী প্রচারণায় আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি

১২ ঘণ্টায়ও ফলাফল ঘোষণা না হলে অসৎ উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস

নতুন করে কোনো স্বৈরাচারের উৎপত্তি হতে দেওয়া হবে না : সালাহউদ্দিন

প্রথম ১০০ দিনে জনগণের সমস্যা নিরসনের আশ্বাস হামিদুরের

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন, দাবি বিএনপি প্রার্থীর

১০

লর্ডসে ঠাঁই পেল বাংলাদেশের স্মরণীয় সেই ৫০ ম্যাচের টিকিট

১১

পাকিস্তানে সামরিক অভিযানের আশঙ্কা, পালাচ্ছেন হাজারো বাসিন্দা

১২

চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের পাশে না থাকার ঘোষণা এনসিপির

১৩

ইসলামের প্রায়োগিক বিধান জনসম্মুখে তুলে ধরতে হবে : ইবি ভিসি

১৪

দীর্ঘদিন পর পাবনায় ফিরলেন গুমের শিকার সাবেক ছাত্রদল নেতা তুষার

১৫

৪০ বছর ইমামতির পর রাজকীয় বিদায়

১৬

চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের লক্ষ্য 

১৭

নানা কৌশলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে : নাহিদ

১৮

চিকিৎসা শেষে আবারও জেলে ফিরলেন ইমরান খান

১৯

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

২০
X