

ইসলামের প্রায়োগিক বিধানসমূহ জনসম্মুখে তুলে ধরতে গবেষণাভিত্তিক উদ্যোগ জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের ল রিসার্চ অডিটোরিয়ামে ‘অ্যাডভান্স কোর্স অন রিসার্চ মেথডোলজি ইন ইসলামিক স্টাডিজ’ শীর্ষক ১০ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে আয়োজিত ইবি উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বর্তমান সময়ে ইসলামী জ্ঞানচর্চা ও গবেষণায় আধুনিক গবেষণা পদ্ধতির প্রয়োগ একটি অনিবার্য দাবি। ইসলামের সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক বিধানসমূহ বাস্তব জীবনে প্রয়োগ এবং মানবতার কল্যাণে কার্যকরভাবে উপস্থাপনের জন্য সুসংগঠিত গবেষণার বিকল্প নেই।
তিনি আরও বলেন, ইসলামী জ্ঞানভিত্তিক নতুন চিন্তা ও গবেষণা একাডেমিক ক্ষেত্রে প্রবন্ধ, এমফিল ও পিএইচডি অভিসন্দর্ভ রচনার পাশাপাশি সমাজে ইসলামের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে সহায়ক হবে। এ ক্ষেত্রে এই প্রশিক্ষণ কোর্স গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দশ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের গবেষণার মৌলিক ধারণা, গবেষণা প্রবন্ধ রচনার কৌশল, প্রকাশনা পদ্ধতি এবং গবেষণা প্রস্তাবনা প্রণয়নের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও গবেষকেরা প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন।
ড. মোহাম্মদ নাছের উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের নির্বাহী পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের জেনারেল সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কোর্সের কো-অর্ডিনেটর ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানি।
মন্তব্য করুন