কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন পর পাবনায় ফিরলেন গুমের শিকার সাবেক ছাত্রদল নেতা তুষার

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা দবির উদ্দিন তুষার। ছবি : সংগৃহীত
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা দবির উদ্দিন তুষার। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের শিকার ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা দবির উদ্দিন তুষার দীর্ঘদিন পর নিজ জেলা পাবনার সুজানগরে ফিরেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে এলাকায় পৌঁছালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

এলাকায় ফিরে দবির উদ্দিন তুষার অভিযোগ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই শেখ হাসিনা সরকারের সময় রাজধানীর মিরপুরের বাসা থেকে সাদা পোশাকধারী পুলিশ পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছিল। আট দিন গুম করে রেখে একটি টর্চার সেলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

তুষার জানান, সে সময় সংশ্লিষ্ট থানাগুলো তার গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য দেয়নি। পরবর্তীতে ১ আগস্ট তাকে আদালতে হাজির করা হয় এবং ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ৬ আগস্ট তিনি কারামুক্ত হন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিতেই মূলত তার এই পাবনা সফর। শুক্রবার বিকেলে বেড়া সিঅ্যান্ডবি মোড়, কাশিনাথপুর ও চিনাখড়া বাজারে তিনি ধারাবাহিক পথসভা ও গণসংযোগে অংশ নেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দবির উদ্দিন তুষার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তার পরিবার পাবনা অঞ্চলে বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘকাল জড়িত। তার বাবা মরহুম ঈমান আলী খান ও চাচা মরহুম ইয়াজ উদ্দিন খান স্থানীয় পর্যায়ে বিএনপির প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক এই রাজনৈতিক উত্তরাধিকারের কারণেই তাকে বিভিন্ন মামলা ও রোষানলের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তার সহকর্মীরা।

শুক্রবার বিকেলে চিনাখড়া হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুলাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে একটি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মো. হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সভায় বক্তারা গুম-নির্যাতনের রাজনীতির অবসান ঘটিয়ে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, জানা গেল নিহতের সংখ্যা

রোববার জামায়াতের ইশতেহার ঘোষণা হচ্ছে না

ইথিওপিয়ায় ড্রোন হামলা, নতুন সংঘাতের শঙ্কা

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম

অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের বার্তা

নির্বাচনী প্রচারণায় আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি

১২ ঘণ্টায়ও ফলাফল ঘোষণা না হলে অসৎ উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস

নতুন করে কোনো স্বৈরাচারের উৎপত্তি হতে দেওয়া হবে না : সালাহউদ্দিন

প্রথম ১০০ দিনে জনগণের সমস্যা নিরসনের আশ্বাস হামিদুরের

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন, দাবি বিএনপি প্রার্থীর

১০

লর্ডসে ঠাঁই পেল বাংলাদেশের স্মরণীয় সেই ৫০ ম্যাচের টিকিট

১১

পাকিস্তানে সামরিক অভিযানের আশঙ্কা, পালাচ্ছেন হাজারো বাসিন্দা

১২

চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের পাশে না থাকার ঘোষণা এনসিপির

১৩

ইসলামের প্রায়োগিক বিধান জনসম্মুখে তুলে ধরতে হবে : ইবি ভিসি

১৪

দীর্ঘদিন পর পাবনায় ফিরলেন গুমের শিকার সাবেক ছাত্রদল নেতা তুষার

১৫

৪০ বছর ইমামতির পর রাজকীয় বিদায়

১৬

চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের লক্ষ্য 

১৭

নানা কৌশলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে : নাহিদ

১৮

চিকিৎসা শেষে আবারও জেলে ফিরলেন ইমরান খান

১৯

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

২০
X