কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রোডমার্চে গেলে যশোরে ফিরতে না দেওয়ার হুমকি শাহীন চাকলাদারের

আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ বক্তব্য রাখেন শাহীন চাকলাদার। ছবি : কালবেলা
আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ বক্তব্য রাখেন শাহীন চাকলাদার। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঝিনাইদহ-যশোর হয়ে খুলনা অভিমুখী রোডমার্চ করবে বিএনপি। এই রোডমার্চ উপলক্ষে যশোরাঞ্চল থেকে ব্যাপক নেতা-কর্মীর উপস্থিতির টার্গেট নিয়েছে জেলা বিএনপি। তবে রোডমার্চ শুরুর আগের সন্ধ্যায় রোড মার্চে অংশ নিলে যশোরেও ফিরতে দিবেন না বলে হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার।

শাহীন চাকলাদার বলেছেন, যশোর থেকে যেসব বিএনপি নেতা-কর্মী রোডমার্চে অংশ নেবেন, তারা আর যশোরে ফিরতে পারবেন না। এ ছাড়াও তিনি বলেন, বিএনপি-জামায়াত যদি হরতাল, অবরোধের মতো কর্মসূচি দেয়- যশোরে ব্যবসায়ীরা ভয় পাবেন না। যশোরে দোকানপাট, ব্যাংক সবকিছুই খোলা থাকবে। যদি তাদের কোনো ক্ষতি হয়, তাহলে জেলা আওয়ামী লীগ তাদের সে ক্ষতিপূরণ দেবে। যশোর বিএনপিকে বলি, বেশি বাড়াবাড়ি করলে লালদীঘিতে (যশোর বিএনপি অফিসের সামনের দীঘি) পড়বেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শাহীন চাকলাদার এমপি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ তিনি এই হুঁশিয়ারি দেন। বিএনপির আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও পদযাত্রার বিরুদ্ধে এই শান্তি সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। যশোরে বিএনপির রোডমার্চের আগের দিনের এই শান্তি সমাবেশের নামে নিজেদের শক্তির মহড়া দিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলার আটটি উপজেলার নেতা-কর্মীদের নিয়ে এই শান্তি সমাবেশ হয়।

সমাবেশে যশোরের বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে শাহীন চাকলাদার বলেন, ‘আগামী ২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। যদি লন্ডন থেকে তারেকের কথা শুনে যশোরে বিশৃঙ্খলা করেন, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। আপনাদের নেতা কিন্তু বাঁচাবে না। যারা বিএনপি নেতাদের কথা শুনে ঢাকার সমাবেশে যোগ দিচ্ছেন, পদযাত্রা রোডমার্চে অংশ নেবেন- তাদের আর যশোরে ফিরতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, আপনাদের বাড়ির পাশে কিন্তু অনেক আওয়ামী লীগের নেতা-কর্মীর বসবাস। তারা কিন্তু আপনাদের বাড়িঘর সব চিনে। ফলে পরবর্তীকালে কী ঘটবে সেটা আর এখানে বললাম না। কালকের রোডমার্চে যশোরে যদি আগুন-সন্ত্রাসী করেন, তাহলে কিন্তু খেলা হবে। তারেকের কথা শুনে যশোরে কিছু করলে (বিশৃঙ্খলা) বিপদে পড়বেন, মামলা খাবেন। মামলায় যদি না থামেন, তাহলে কিন্তু আমাদের কাছে মার খাবেন। যশোরের আট উপজেলার আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে নির্দেশ নিয়েছি, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে খোঁজখবর রাখতে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে।’

সরেজমিন দেখা গেছে, শান্তি সমাবেশের মঞ্চ তৈরি করা হয় শহরের চৌরাস্তা মোড়ে থানার সামনে। এতে শহরের কেন্দ্রস্থল দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শহরে বিভিন্ন স্থান থেকে আসা লোকজন। শহরে ঢোকার প্রধান সড়কে সমাবেশ করায় শহরজুড়ে তৈরি হয় তীব্র যানজট।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অন্যদের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দীন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সামিরুল ইসলাম পিয়াস ও আরশাদ পারভেজ, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী। অনুষ্ঠান পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু।

এদিকে, শাহীন চাকলাদারের বক্তব্য প্রসঙ্গে যশোর জেলা বিএনপির একাধিক নেতার বক্তব্য চাইলে তারা এ প্রসঙ্গে কোনো বক্তব্য দিতে রাজি হননি। এমনকি নাম কোড না করার শর্তে বলেন, এসব হুমকি-ধমকির ওপরেই শাহীন চাকলাদার সাহেবরা টিকে আছেন। বিএনপি এসব হুমকি-ধমকির পরোয়া করে না জানিয়ে বিএনপি নেতারা বলেন, কয়েক মাস আগেও এই শাহীন সাহেব যশোরে এমন বক্তব্য দিয়ে বলেছিলেন যে, ভয়ে ফখরুল সাবেহ যশোরে আসছেন না, দেখা যাবে বিএনপির সমাবেশে কে আসে? অথচ, পরদিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে লাখ লাখ বিএনপি কর্মী কর্মসূচিতে যোগ দিয়েছিলেন, আর শাহীন সাহেবরা বাড়ি বসে সাংবাদিকদের এসব লাইভ দেখেছিলেন। ফলে এবারও এসব হুমকি পরোয়া না করে বিএনপির রোড মার্চে অংশ নিবে যশোর বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাম্বুরা ফল কারা খেতে পারবেন না, জানালেন চিকিৎসক

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

১০

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

১১

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১২

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১৩

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১৪

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১৫

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১৬

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৭

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৮

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১৯

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

২০
X