কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন, সরকারকে রিজভী

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

দেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সরকারকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের উদ্দেশে তিনি বলেন, সময় থাকতে পদত্যাগ করুন। আগামী তিন মাস নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অনেকবার পার পেয়েছেন, এবার আর পার পাবেন না। দেয়ালে পিঠ ঠেকা মানুষ কিন্তু ওবায়দুল কাদের, আনিসুল হক, হাছান মাহমুদদের চিনবেন না। তাই পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যাদের পিঠ দেয়ালে ঠেকে যায় তারা কিন্তু দেখবে না যে, কে কত অস্ত্র নিয়ে এলো। জনগণের যে উত্তাল আন্দোলনের ঢেউ, সেই ঢেউয়ের কাছ কোনো আগ্নেয়াস্ত্র টিকতে পারে না, সরকারের তৈরি করা কোনো প্রাইভেট বাহিনীরাও টিকতে পারবে না।

এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকায় আগামীকালের (শুক্রবার) সমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আওয়ামী লীগ সারা দেশে এখন সন্ত্রাসকেই পরিপালন করছে, তাদেরকেই তোষণ করছে।

বিএনপিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ৩৬ দিনের আলটিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, ওবায়দুল কাদেরের এই কথার মধ্যে আছে মানবতাহীন আক্রমণাত্মক দূরবেরিত সন্ত্রাসীদের কথা। বিরোধী দলের কি সভা-সমাবেশ করার অধিকার নেই? ওবায়দুল কাদেরের কথা তো গেস্টাপো বাহিনীর কথা, তার কথা তো নাৎসিদের কথা-এই ৩৬ দিন পর উনি কী করবেন? তারপর কি উনি উনার দলীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিবেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে? এটাই তো বোঝা যায় ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে।

আইনমন্ত্রী আনিসুল হকের সমালোচনা করে রিজভী বলেন, ১/১১ তে যখন মাইনাস ফর্মুলার প্রচেষ্টা চলেছে, যখন সমস্ত প্রতিষ্ঠান ভাঙার প্রচেষ্টা চলেছে, সেই সময়ে রাজনীতিবিদদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন দুদকের আইনজীবী হিসেবে- তিনি হচ্ছেন এই আইনমন্ত্রী। তাকে শেখ হাসিনা পছন্দ করেছেন। কারণ, এই লোকটা সুচারুভাবে কীভাবে মানুষের ভাবমূর্তি নষ্ট করতে হয়- সেটা খুব ভালো করে জানেন।

তিনি বলেন, আমার কাছে মনে হয়- এই আইনমন্ত্রী অত্যন্ত নিষ্ঠুর টাইপের একজন ব্যক্তি। নির্দয় একজন মানুষ। এই আইনমন্ত্রীর কোনো মানবতাবোধ নেই, এই আইনমন্ত্রী এই সরকারের নিপীড়নের যে নীল নকশা- সেই নীলনকশার একজন বাস্তবায়নকারী হিসেবে তিনি কাজ করছেন।

তিনি বলেন, আমি আগেও বলেছি- দেশে এখন বাকশালী আইন চলছে, নৌকা মার্কা আইন চলছে। বর্তমান আইনের সঙ্গে প্রচলিত আইনের, ন্যায়বিচারের আইনের কোনো মিল নেই।

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা বিভিন্ন ধরনের সভা-সমাবেশে বলেছি বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে যে, বিরোধী কোনো নেতা অসুস্থ হয়ে পড়লে দেশের বাহিরে চিকিৎসা নেওয়ার কথা। পুতিন সরকার তাদের একজন বিরোধী নেতাকে চিকিৎসার জন্য জার্মানিতে পাঠিয়েছিলেন। শেখ হাসিনা তো নিজেই প্রমাণ, তিনি অভিযুক্ত থেকে প্যারোলে মুক্তি নিয়ে তার মামলা যখন চলছিল, তখন তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। প্রয়াত নাসিম সাহেব গেছেন, মায়া গেছেন, শেখ সেলিম গেছেন চিকিৎসার জন্য দেশের বাইরে।

নয়াপল্টনে মহিলা দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক এমপি শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুবায়েদ হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

এল ক্লাসিকোর আগে কষ্টের জয়ে শীর্ষে রিয়াল

জবি ছাত্রদল নেতা খুন : বংশাল থানা অবরোধ

ঢাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি 

বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে : মিডিয়া সেল 

বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন হবে : এসএম জাহাঙ্গীর

অ্যানফিল্ডে এক দশকের অভিশাপ ভাঙল ম্যানচেস্টার ইউনাইটেড

রূপনগরে আগুন / ডিএনএ শনাক্তের পর ১৬ মরদেহ পেলেন স্বজনেরা

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক 

সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : বাসস চেয়ারম্যান

১০

রোমাঞ্চকর জয়ে ভারতকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

১১

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

১২

‘আগুন লাগার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে’

১৩

কিডনি রোগীদের জন্য যে ১০ খাবার নিষেধ

১৪

গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা 

১৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

আ.লীগের কেন্দ্রীয় ১ নেতা গ্রেপ্তার

১৭

হোটেলে নাশতা খেয়ে শিশুসহ ৬ জন অজ্ঞান

১৮

তাঁতিবাজারে জবি শিক্ষার্থীদের অবরোধ

১৯

তিন ধর্মের উপাসনাস্থল নির্মিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ে

২০
X