কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১০:২১ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ
একদফার আন্দোলন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে ছাত্র কনভেনশন

সম্প্রতি ১৫ ছাত্র সংগঠনের নতুন জোট 'ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য'র আত্মপ্রকাশ হয়।
সম্প্রতি ১৫ ছাত্র সংগঠনের নতুন জোট 'ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য'র আত্মপ্রকাশ হয়।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হবে। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই ছাত্র কনভেনশন আয়োজনে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে কোনো কারণে সেখানে ছাত্র কনভেনশন না হলে বিকল্প হিসেবে ওইদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে কিংবা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। কিন্তু এই মুহূর্তে বিকল্প কোনো কিছুই ভাবছে না ছাত্রদল। কনভেনশন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ তারা।

জানতে চাইলে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান কালবেলাকে বলেন, আমরা আগামী ১২ অক্টোবর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র কনভেনশন আয়োজনে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছি। ছাত্রদলসহ ১৫টি ছাত্র সংগঠনের উদ্যোগে এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সারা দেশে ছাত্রদলের জেলা ও জেলা পদমর্যাদার ১১৭টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এই ছাত্র কনভেনশনে অংশগ্রহণ করবেন। এছাড়া বাকি ১৪টি ছাত্র সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও কনভেনশনে আসবেন। থাকবেন ছাত্রদলের সাবেক নেতারাও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র কনভেনশনে প্রধান অতিথি থাকবেন।

এদিকে এই ছাত্র কনভেনশন সামনে রেখে গত ২৯ সেপ্টেম্বর ৯ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক ১৫টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ নামে নতুন ছাত্রজোটের আত্মপ্রকাশ ঘটে। এই ছাত্রজোট সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনে সহযোগী শক্তি হিসেবে কাজ করবে।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের জোটে থাকা ১৫ ছাত্র সংগঠন হলো- জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ (নুর), ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্রঐক্য, জাগপা ছাত্রলীগ (জাগপা-তাসমিয়া), ছাত্রফোরাম (গণফোরাম-মন্টু), ভাসানী ছাত্রপরিষদ, জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্রসমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (জাগপা-লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন।

ছাত্র কনভেনশন থেকে সারা দেশের ছাত্রসমাজের উদ্দেশে নতুন বার্তা দেওয়া হবে বলে কালবেলাকে জানিয়েছেন ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের সমন্বয়ক সদস্য ও ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহম্মেদ শাকিল।

ছাত্রদল সূত্রে জানা গেছে, ছাত্র কনভেনশন শেষে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’। তাদের লক্ষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক আন্দোলন।

যদিও আন্দোলন-সংগ্রামের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দাঁড়াতে পারছে না ছাত্রদল। তবে একদফা দাবিতে বিএনপির চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু হলে ছাত্রদলও তখন ঢাবিতে আন্দোলন জোরদার করবে।

শারদীয় দুর্গাপূজার পরে চলমান অক্টোবর মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে সরকারবিরোধী চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১০

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১১

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১৩

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৪

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৫

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৬

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৭

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৮

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৯

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

২০
X