কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০২:০৩ এএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ কার্যালয়ে হামলার অভিযোগ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর বিজয় সরণিস্থ তেজকুনিপাড়ায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহিম বলেন, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের পক্ষে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছি। এ জন্যই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অনেককে মারধর করে আহত করে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, মানুষের অধিকার ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। সারাদেশ থেকে সৎ ও ভাল মানুষ যারা সংসদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করছে বা করবে, তাদের পাশে থাকাই ঐক্য পরিষদের মূল লক্ষ্য। আশা করি, আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০০ আসনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে সুশাসন ও মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হবো। সেই লক্ষ্যেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, এরই মধ্যে গত শনিবার (২১ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৭টায় আওয়ামী লীগের ২৫/৩০ জন ঐক্য পরিষদের মিটিং চলাকালীন সময় কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা অফিস ভাঙচুর করে এবং অনেককে মারধর করে। এতে ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, মো. আব্দুর রহমান রবি, নুরতাজ আরা ঐশী, উম্মে সালমা ঊশাসহ বেশ কয়েকজন আহত হয়। আমরা এহেন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের শাস্তি দাবি করছি। তিনি বলেন, আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। আমার উপর আওয়ামী লীগের এমন হামলা স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া কষ্টকর। সম্প্রতি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তথ্যচিত্র প্রদর্শনী করে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। তথ্যচিত্র প্রদর্শনীতে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ভাষানটেক থানার আওতাধীন ১৫০ বিঘা জমির উপর অবস্থিত ভাষানটেক পুনর্বাসন প্রকল্প এবং ঢাকার বিজয় সরণিস্থ কলমিলতা বাজার প্রকল্পে ক্ষতিপূরণ প্রদানে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- মো. আব্দুর রহমান রবি, ক্যাপ্টেন (অব.) আয়নুল হক, নূরজাহান বেগম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, ১০ জনের যাবজ্জীবন

পাবলিক বা ফ্রি ওয়াইফাই ব্যবহার কতটা নিরাপদ? জানুন

যে জায়গায় কখনোই স্মার্টফোন চার্জ দেওয়া উচিত নয়

নালায় মিলল বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ

বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা : নুর

ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট : আলী রিয়াজ

ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা

৪ দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে অব্যাহতি

নীরব ঘাতক থাইরয়েড ক্যানসার, এই ৬ লক্ষণ দেখলেই সতর্ক হোন

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

১০

ভারতে বাংলাদেশে খেলার পরিবেশ নেই : আসিফ নজরুল

১১

গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব : চসিক মেয়র

১২

নির্বাচনের ট্রেন ট্রাকে উঠে গেছে : বদিউল আলম

১৩

গার্মেন্টস শ্রমিকদের ‘রহস্যজনক’ অসুস্থতা, হাসপাতালে ভর্তি শতাধিক

১৪

রংপুরের হ্যাটট্রিক হার

১৫

পলকের প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ

১৬

প্রথম দেশ হিসেবে স্টারলিংকও অচল করে দিল ইরান

১৭

স্পিরিট পানে প্রাণ গেল ৩ জনের

১৮

নির্বাচনী জনসভায় পুলিশের অনুমতি নিয়ে নতুন নির্দেশনা

১৯

নতুন জরিপে উঠে এলো বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ

২০
X