বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনের বাসায় গতরাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পরে বাসায় রতনকে না পেয়ে তার ভাই মোহাম্মদ মূসা কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কামরুজ্জামান রতন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টায় আমার ও আমার ছোট ভাই হাফেজ মোহাম্মদ মুসা কলিমুল্লাহর বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে হয়রানি মূলক তল্লাশি চালায়। তারা আমাকে না পেয়ে আমার ছোট ভাই মুসা কলিমুল্লাহকে (যে কিনা কোনো রাজনীতির সাথে কোনোদিনও জড়িত ছিল না) উঠিয়ে নিয়ে যায়। সে একজন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হার্টের রোগী।
মন্তব্য করুন