সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

লাখ লাখ মানুষ ইতোমধ্যে ঢাকায় এসে পড়েছে : ভিপি নুর

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে গণঅধিকার পরিষদের মিছিল। ছবি : কালবেলা
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে গণঅধিকার পরিষদের মিছিল। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলসমূহের শনিবারের মহাসমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে লাখ লাখ মানুষ ঢাকায় এসে পড়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে গণঅধিকার পরিষদের এক মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি।

এর আগে ২৮ অক্টোবরের মহাসমাবেশকে স্বাগত জানিয়ে গণঅধিকার পরিষদ (নুর) মিছিল করে। মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড় থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড়, পল্টন মোড় ঘুরে আবার পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিরোধী রাজনৈতিক দলসমূহ আগামীকাল শনিবার ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। সরকার আতঙ্কিত হয়ে রাস্তায়, সিএনজি, বাসে মানুষের মোবাইল চেক করছে, হয়রানি-নাজেহাল করে গণগ্রেপ্তার করছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্পষ্ট করে বলতে চাই- হামলা, গ্রেপ্তার করে হুমকি দিয়ে পতন ঠেকানো যাবে না। আওয়ামী লীগের পতন ঘণ্টা বেজে উঠেছে। বাংলাদেশের মানুষ আজ তার ভোটের অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে, গণতন্ত্র পুনরুদ্ধারে রাস্তায় নেমেছে। আওয়ামী বাকশালীদের হাত থেকে গণতন্ত্র মুক্তির জন্য, দেশের অস্তিত্ব রক্ষায় তারা রাস্তায় নেমে এসেছে। দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে লাখ লাখ মানুষ ঢাকায় এসে পড়েছে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদ বনাম জনগণের যে লড়াই শুরু হয়েছে- সেখানে আপনারা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াবেন না, জনগণের পাশে থাকুন, আপনাদেরও মঙ্গল হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে জনগণ আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করবে। আপনারা যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে আপনাদের পরিণতি ভালো হবে না। জনগণের ওপর টিয়ারগ্যাস, গুলি ছুড়লে তারা প্রতিরোধ গড়ে তুলবে। আমরা দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই নেমেছি।

নুর বলেন, আগামীকাল শনিবার থেকে চূড়ান্ত লড়াইয়ের শুরু হবে। সেই লড়াইয়ে পিছনে যাওয়ার সুযোগ নেই। আপনারা (প্রশাসন) জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, জনগণের পাশে থাকুন।

দলটির এই অংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘২৮ তারিখের সমাবেশকে কেন্দ্র করে সরকার ভয়-ভীতি দেখাতে শুরু করেছে। কিন্তু সমস্ত ভয়-ভীতি উপেক্ষা করে ইতোমধ্যে জনগণ ঢাকায় ঢুকে পড়েছে। কোনো ষড়যন্ত্র করে আন্দোলন থামানো যাবে না। আন্দোলনের মাধ্যমেই রাজপথে ফয়সালা হবে। কোনভাবেই এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।’

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সমাবেশ সঞ্চালনা করেন। এদিকে মিছিলে নুর, রাশেদ, আবু হানিফ ছাড়াও গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আনিসুর রহমান মুন্না, ডলি আক্তারসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১০

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১১

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১২

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১৩

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১৪

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১৫

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১৬

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১৭

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৮

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১৯

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

২০
X