বিএনপির চলমান সকাল-সন্ধ্যা হরতাল সফলে রাজধানীতে মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। রোববার (২৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উত্তরায় এই মিছিল হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে এই মিছিল হয়। মিছিলকারীরা ওই এলাকায় পিকেটিংও করেন।
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল শনিবার অনুষ্ঠিত মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
মন্তব্য করুন