বাঁচার মতো ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের গুলি করে হত্যা ও তাদের ওপর দমনপীড়ন এবং দ্রুত গার্মেন্টস খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে দলের নেতারা বলেন, গাজীপুর, মিরপুরসহ বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য যে লড়াই আন্দোলন করছে, সেই যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য সরকার ও মালিকপক্ষ পুলিশ ও গুণ্ডাবাহিনী লেলিয়ে দিচ্ছে। হামলার পাশাপাশি মামলাও দেওয়া হচ্ছে। গুলি করে শ্রমিক হত্যা করে শ্রমিকের যৌক্তিক আন্দোলনকে দমনের চেষ্টা কখনই সফল হবে না।
দলের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমিকনেতা রুহুল আমিন, শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম প্রমুখ।
নেতারা বলেন, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, আয় বৈষম্য শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শ্রমিকরা বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদেই আন্দোলনে নেমেছে। শ্রমিকের মুখে আহারের বন্দোবস্ত না করে মালিক পক্ষের তাবেদার সরকার শ্রমিকের বুকে বুলেট বিদ্ধ করে হত্যা করছে, শ্রমিকের ঘরের ব্যবস্থা না করে তাদের নামে মামলা দিয়ে তাদের ঠিকানাহীন করছে।
সমাবেশ থেকে নেতারা বলেন, অবিলম্বে শ্রমিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে এবং হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুধু গার্মেন্টস নয় সকল ক্ষেত্রেই বর্তমান বাজার দর অনুযায়ী সকল ক্ষেত্রে শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করে তা কার্যকর করতে হবে এবং গার্মেন্টস ক্ষেত্রে তাদের যৌক্তিক মজুরির দাবি মেনে নিতে হবে।
মন্তব্য করুন