বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
আজ রোববার (১২ নভেম্বর) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে এ মিছিল করে তারা।
এ সময় তারা অবরোধ সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির সামনে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হয়।
এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে আইনজীবী নেতারা বলেন, অবিলম্বে গ্রেপ্তার বিএনপির নেতাদের নিঃশর্ত জামিন দিতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। মামলা, হামলা ও গ্রেপ্তার করে আমাদের আন্দোলন থেকে সরানো যাবে না।
মন্তব্য করুন