বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের ছোট ভাই সহিদুর রহমান বিশ্বাসকে (টুটুল) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে পাবনা শহরের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শামসুর রহমান শিমুল বিশ্বাস কালবেলাকে এ তথ্য জানিয়ে বলেন, বিনা কারণে টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে।
শিমুল বিশ্বাস অভিযোগ করে বলেন, পাবনা শহরের পুরান কুঠিবাড়ীতে তার বাড়ি থেকে গতকাল সোমবার (১৩ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশ পরিবারের সদস্যদের হয়রানি ও ভয়ভীতি দেখায়। ৯০ বছর ঊর্ধ্ব মাকে ঘুম থেকে ডেকে তুলে চরম অমানবিক আচরণ করেছে।
এ ছাড়া পুলিশ একান্নবর্তী পরিবারের সব সদস্যের ঘরে ঘরে খোঁজাখুঁজির নামে ভীতি ও ত্রাসের সৃষ্টি করে বলে অভিযোগ করেন তিনি।
মন্তব্য করুন