মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে মিরপুর-১০-এ জ্যামে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়। এতে তিনটি সিট পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন মো. হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও মো. শামীম (৪৫)। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
মন্তব্য করুন