একতরফা নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার রাতে দলটির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে একতরফা তাপশিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত আট ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে। জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিপিবির মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে আরেকটি প্রহসনমূলক ও একতরফা নির্বাচনের তপশিল ঘোষণার মধ্য দিয়ে পুতুল নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকামী জনগণের সামনে ‘গদি ছাড়’ আন্দোলন ভিন্ন সকল পথ রুদ্ধ হয়েছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জামসেদ আনোয়ার তপন, আক্তার হোসেন, সাইফুল ইসলাম সমীর, ত্রিদিব সাহা, সেকান্দার হায়াৎ প্রমুখ।
মন্তব্য করুন