সরকার ‘একতরফা’ তপশিল ঘোষণা করে ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এ অভিযোগ করেন।
এর আগে আবুল হাসান রুবেলের নেতৃত্বে দলটির রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহসাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী, দপ্তর সম্পাদক অনুপম রায় রূপকসহ নেতৃবৃন্দ মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আবুল হাসান রুবেল বলেন, বাংলাদেশে বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। জনগণ আজ গণতন্ত্র ও ভোটাধিকারের লড়াই করছে। সরকার একতরফা তপশিল ঘোষণা করে ২০১৪ আর ২০১৮ সালের মতো নির্বাচন করার চেষ্টা করছে। এবার জনগণ তাদের এই নীলনকশা সফল হতে দিবে না। লড়াই করে অধিকার আদায় করে নিতে হয়, জনগণ এবার লড়াই করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।
মওলানা ভাসানীর রাজনৈতিক সংগ্রাম নিয়ে তিনি বলেন, মওলানা ভাসানী আজীবন মানুষের মুক্তির সংগ্রাম করেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ তার এই ভূমিকাকে আড়াল করা হয়েছে। কিন্তু গণমানুষ তার সংগ্রামের প্রয়োজনেই মওলানা ভাসানীকে তাদের সংগ্রামের কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে এসেছেন। গণমানুষের মুক্তির সংগ্রামে মওলানা ভাসানী বেঁচে থাকবেন, আমরা মানুষের মুক্তির সংগ্রাম চালিয়ে যাব।
মন্তব্য করুন