কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
পেশাজীবী সমাবেশে বক্তারা

অবিলম্বে তপশিল বাতিল করে সংলাপ ডাকুন

সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য সংলাপের আহ্বান জানিয়েছেন পেশাজীবী নেতারা। একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিলও দ্রুত বাতিল করার দাবি জানান তারা।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

নির্বিচারে পেশাজীবীদের গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ, একতরফা নির্বাচনের তপশিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে বিএসপিপি। পরে একটি মিছিল বের করেন পেশাজীবী নেতারা।

বিএসপিপির সাবেক আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও বিএসপিপির সদস্য সচিব কাদের গণি চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম, ডা. আবদুল কুদ্দুস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব এর সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক শামসুল আলম ও অধ্যাপক মো. কামরুল আহসান, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. এমএ সেলিম, ডা. শহিদ হাসান, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মো. মেহেদী হাসান, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের অধ্যাপক ড. এসএম শামীম আহমেদ, ইসরাফিল প্রাং রতন, ড. সিরাজুল ইসলাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুর রহমান, প্রকৌশলীদের মধ্যে আলমগীর হাসিন আহমেদ, মো. মোস্তাফা-ই জামান সেলিম, এ কে এম আসাদুজ্জামান চুন্নু, মাহবুব আলম, কৃষিবিদদের মধ্যে অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, শফিউল আলম দিদার, ডিইউজের রাশেদুল হক, সাঈদ খান, রফিক লিটন, মো. আল-আমিন, ডাক্তারদের মধ্যে ডা. রফিকুল কবির লাবু, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, ডা. তৌহিদুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম শহীদ, ডা. সাজিদ ইমতিয়াজ হোসেন, ডা. রুস্তম আলী মধু, ডা. এম এ কামাল, ডা. দিদারুল আলম, ডা. মো. নজরুল ইসলাম, ডা. আজহারুল ইসলাম, ডা. সামিউল ইসলাম সোহান, ডা. মাহমুদ আলম তারিক, ডা. তারিকুল ইসলাম তারিক, ডা. হুমায়ূন কবির প্রিন্স, ডা. আরেফিন রঞ্জু, ডা. রাকিবুল ইসলাম আকাশ, ডা. শেখ মাহাবুব, ডা. গাজী মাহাবুবুর রহমান, ডা. কাইফি আজিজ রতনসহ বিভিন্ন পেশাজীবীরা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম বলেন, বাংলাদেশে ২০১৪ ও ২০১৮ সালে প্রহসনের নির্বাচন হয়েছে। দেশের মানুষ কখনোই সে ধরনের নির্বাচন চায় না। জনগণ চায় গণতন্ত্র ফিরিয়ে আনতে। তারা চায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই দাবিতে আন্দোলন করতে গিয়ে অনেক রাজনীতিবিদ ও পেশাজীবী, শিক্ষককে কারাগারে বন্দী রাখা হয়েছে।

তিনি বলেন, অবিলম্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল করতে হবে। নতুন তপশিল ঘোষণা করতে হবে। যে নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। জনগণের আকাঙ্খা পূরণ করতে হবে।

ডা. আবদুল কুদ্দুস বলেন, বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে ক্ষমতাসীনদের ইন্ধনে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আজকে বিএনপির সকল কার্যালয়ে তালা দিয়েছে। এদিকে একতরফা নির্বাচনের তপশিল ঘোষণা করেছে। কিন্তু জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না।

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, আমরা পেশাজীবীরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে আছি। আমাদের দাবি হলো- বর্তমানে জনগণের ম্যান্ডেটবিহীন সরকারকে অবিলম্বে পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদেরকে মুক্তি ও ঘোষিত নির্বাচনের তপশিল বাতিল করতে হবে। এটা হচ্ছে দেশের জনগণের প্রধান দাবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা শরিফে গিয়ে আল্লাহর কাছে হিনার কৃতজ্ঞতা

কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু

নতুন দল গঠনকারীদের নিয়ে এনসিপি নেতার ফেসবুক স্ট্যাটাস

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ আটক ৪

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আজ বঙ্গবন্ধুর জন্মদিন

হত্যাচেষ্টা মামলায় কারাগারে ব্যবসায়ী লিপি ভরসা

ফ্রিতেই চলাচল করা যাচ্ছে মেট্রোরেলে

ক্লাবে তখন কনসার্ট চলছিল, মুহূর্তেই ৫৯ জনের মৃত্যু

১০

২৭ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু

১১

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

১২

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার কী পরিস্থিতি

১৩

যুক্তরাষ্ট্র-হুতি সংঘাত: কয়েক সপ্তাহ চলতে পারে হামলা

১৪

স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

১৫

১৭ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

২৭ মার্চের ট্রেনের টিকিট বিক্রি আজ

১৭

১৭ মার্চ : আজকের নামাজের সময়সূচি

১৮

অবিশ্বাস্য কামব্যাকে অ্যাথলেটিকোর বিপক্ষে বার্সার দুর্দান্ত জয়

১৯

দৌলতদিয়া নিষিদ্ধ পল্লির নেত্রী স্বামীসহ গ্রেপ্তার

২০
X