ইসরায়েল বিশ্বের জন্য বিষফোড়া বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, ইসরায়েলি বর্বর বাহিনী প্রায় দেড় মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে গণহত্যা অব্যাহত রেখেছে। হাজার হাজার নারী, শিশু ও পুরুষকে হত্যা করেছে।
আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের মুসলমানরা প্রতিবাদে ফেটে পড়লেও আমেরিকা ইসরায়েলকে মদদ দিয়েই যাচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘসহ ওআইসিকে যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দরকার ছিল তা তারা নিতে ব্যর্থ হয়েছে।
ইউনুছ আহমাদ বলেন, ইসরায়েল একটি অভিশপ্ত ও অবৈধ রাষ্ট্র। বিশ্বে অশান্তি সৃষ্টির পেছনে ইসরায়েলের হাত রয়েছে। ইসরায়েল বিশ্বের জন্য বিষফোড়া।
তিনি বলেন, গাজাবাসীর পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। অনতিবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে। তিনি এ ব্যাপারে মুসলিম দেশগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
মন্তব্য করুন