বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমাদের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে : গণঅধিকার পরিষদ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তপশিল বাতিলের দাবি এবং ২৪ ঘণ্টার অবরোধ সফলে বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তপশিল বাতিলের দাবি এবং ২৪ ঘণ্টার অবরোধ সফলে বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তপশিল বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার অবরোধ সফলে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর কালভার্ট রোড থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, আ.লীগ সরকার জোর করে অবৈধ নির্বাচন করার চেষ্টা করলে দেশের ওপর ভয়াবহ নিষেধাজ্ঞা আসবে। সরকার আমাদের নানাভাবে চাপ দিচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার জন্য; অপরদিকে লোভও দেখাচ্ছে। আমরা গণঅধিকার পরিষদ পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশ নেব না।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। যারা ইমানের এই পরীক্ষায় পাশ করবে তারা ইতিহাস হবে, আর যারা সরকারের সাথে আঁতাত করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। এই সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলকে এমপি মন্ত্রিত্বের অফার দিচ্ছে নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য।’

ফারুক হাসান বলেন, ‘আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণঅধিকার পরিষদ শেখ হাসিনার অধীনে কোনো পাতানো নির্বাচনে যাবে না। যতই চাপ আসুক, যতই নির্যাতন আসুক আমরা প্রয়োজনে কেরানীগঞ্জ কারাগারে যাব, তবুও এই সরকারের পাতানো ফাঁদে পা দেব না।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান বলেন, ‘সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কেনা-বেচা শুরু করেছে। যারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন তারা নব্য রাজাকার। আমরা গণঅধিকার পরিষদ এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না।’

গণঅধিকার পরিষদের নেতা শামসুদ্দিন বলেন, ‘আমরা আশ্চর্য হচ্ছি বিরোধী দল থেকে অনেকেই এই সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছে। সরকার গণতান্ত্রিক একটা ফ্লেভার দেখিয়ে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। অবশ্য কিছু পথভ্রষ্ট লোক সরকারবিরোধী আন্দলন থেকে বের হয়ে যাওয়ায় আমরা ধীরে ধীরে নিশ্চিত হচ্ছি কারা সত্যিকার অর্থে আন্দোলন করছে। আন্দোলন থেকে বিষাক্ত রক্ত বের হয়ে যাওয়ায় আরও শক্তিশালী আন্দোলন করা সম্ভব হবে।’

গণঅধিকার পরিষদের নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমান, ইঞ্জিনিয়ার ফাহিম, অ্যাডভোকেট শিরিন আকতার, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের ইমাম উদ্দিন, ফায়সাল, গণঅধিকার পরিষদ উত্তরের গণনেতা আলামি আলি, আব্দুল্লাহ, শফিকুল ইসলাম রতন, রানা, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন; ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

‘আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন’

কিডনির সমস্যা আছে কি না জানবেন যেভাবে

৩ দলকে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

আসিফ মাহমুদের প্রশ্ন / ‘নৌকা’ মার্কাটা কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে পাঠালেন

১০

হাসপাতালে ঢুকে রোগীকে মারধর, চিকিৎসককে তুলে নেওয়ার হুমকি

১১

ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা ৫ দিনের রিমান্ডে

১২

ছাত্রদলের দুই নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

১৩

এনসিপির সাড়া দেখে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : হান্নান মাসউদ

১৪

জবিতে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

১৫

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১৬

কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা?

১৭

লিজের জমি ‘দখল’ নিতে মানববন্ধন

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে : রুয়েট উপাচার্য

১৯

নখ-দন্তহীন উচ্চকক্ষ কোনো কাজে আসবে না : এবি পার্টি

২০
X