বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপ-আমেরিকার দিকে চেয়ে থাকলে পরিবর্তন হবে না : ভিপি নুর

রাজধানীতে গণঅধিকার পরিষদের একাংশ বিক্ষোভ মিছিল করে। ছবি : কালবেলা
রাজধানীতে গণঅধিকার পরিষদের একাংশ বিক্ষোভ মিছিল করে। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, এই সরকারের হাতে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী কেউই নিরাপদ নয়। কাজেই সবাইকে রাজপথে নামতে হবে। শুধু ঘরে বসে লাইক-কমেন্ট করলে আর ইউরোপ-আমেরিকার দিকে চেয়ে থাকলে পরিবর্তন হবে না। শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীতে এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে ‘শিকল ভাঙার গান’ শিরোনামে দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের অমর গানের মিছিল করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। বিজয়নগর পানির ট্যাংকি থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন এলাকা প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নুর বলেন, এই সরকার বিরোধী রাজনৈতিক দল, উন্নয়ন সহযোগী রাষ্ট্র- কারও কথা শুনছে না। তারা বিরোধী দলবিহীন কম্বোডিয়া মার্কা নির্বাচন করতে চাচ্ছে। বিরোধী দলসমূহের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, তাদের বাসা-বাড়িতে হামলা করে রাজনীতির মাঠ শূন্য করে আরেকটি পাতানো নির্বাচন করতে চায় এই সরকার। এর মাধ্যমে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে। শুধু বিদেশিদের দিকে তাকিয়ে থাকলে হবে না, জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে। এই আন্দোলনে পিছনে ফেরার কোনো সুযোগ নেই, রাজপথে আন্দোলনের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন- ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, বঙ্গবন্ধুর সময়ে ’৭৪-এ, এমনকি ‘৯০-এ এরশাদের সময়েও প্রতিবাদী গান, কবিতা লেখা হতো। আর আজকে কবি, শিল্পী, সাহিত্যিকরা গোলামির দাসত্ব বরণ করছে, দালালি করছে। এই অবস্থার পরিবর্তন দরকার।

দলের এই অংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ২০১৪ সালে একতরফা নির্বাচন করার জন্য রওশন এরশাদ আওয়ামী লীগকে সহযোগিতা করেছিলেন। তার ফল এবার তিনি পেয়েছেন। যারা ফ্যাসিবাদের দালালি করবে, তাদের পরিণতি এমনই হবে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, আমরা কবি নজরুলের উত্তরসূরি। আমরা নজরুলের গানে বলীয়ান। যুবকরা সব অনিয়ম ও দুঃশাসন ভেঙে এ দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে। যারা এ দেশে গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায়বিচার ধ্বংস করেছে- তাদের প্রতিহত করার সময় এসেছে। সব তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন আন্দোলনে রাজপথে নামার এখনই সময়।

যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান। এ সময় গণঅধিকার, যুবঅধিকার, ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X