কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক। ছবি : কালবেলা গ্রাফিক্স

টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী সর্বস্তরের জনগণের নিকট সর্বাত্মক গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালনের আহ্বান জানান।

রোববার (২৪ ডিসেম্বর) পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‌‘প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইতোমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জনগণের মধ্যে লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে জনগণ নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বাাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বিরোধী রাজনৈতিক দল ব্যতিরেকেই নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। জনগণ এ নির্বাচন মেনে নিবে না। আমি আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী সর্বস্তরের জনগণের নিকট সর্বাত্মক গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালনের মাধ্যমে জনগণকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তিনি জামায়াতের ৪ দফা আহ্বান ঘোষণা করেন:-

১। প্রহসনের ও ভাগাভাগির নির্বাচনের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন।

২। স্বার্থান্ধ আওয়ামী লীগ ও প্রশাসনের অবৈধ চাপ, হুমকি, ভয়-ভীতি অগ্রাহ্য করে নিজে ভোটদান থেকে বিরত থাকুন ও অপরকে বিরত রাখুন।

৩। ভোটের যে কোনো কাজে সরকারকে সহযোগিতা করা থেকে বিরত থাকুন।

৪। জালেম, স্বৈরাচারী, ভোটাধিকার হরণকারী ও গণতন্ত্র ধ্বংসকারী তাঁবেদার সরকারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন।

মাওলানা এটিএম মা’ছুম উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

এদিকে একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় পুশইনের ক্ষেত্রে নীরব অন্তর্বর্তী সরকার : ১২ দলীয় জোট

ঢাকায় তারুণ্যের সমাবেশে বক্তব্য দিতে পারেন খালেদা জিয়া

গাজায় ‘বর্বরতা’ / প্রকাশ্যে ইসরায়েলকে তিরস্কার করলেন জার্মান চ্যান্সেলর

জানা গেল আমিরাতে ঈদের তারিখ

রাজনীতিতে নৈতিক জবাবদিহিতা থাকতে হবে : মঈন খান

ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির একগুচ্ছ পরামর্শ

কবে শুরু হচ্ছে পবিত্র হজ, জানা গেল

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে যে ব্যবস্থা গ্রহণ করবে ইসরায়েল

গরমে বেঁকে গেল রেললাইন, অল্পের জন্য রক্ষা পেল পাহাড়িকা এক্সপ্রেস

বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় : আমিনুল হক 

১০

কাবাডির সেমিতে সেনা ও নৌবাহিনী

১১

লাইসেন্সধারী অস্ত্র জমা না দিলে মামলা : আইজিপি

১২

নতুন কোনো পদ-পদবির তালাশে নেই : রাষ্ট্রদূত মুশফিক

১৩

জামায়াত নেতা এটিএম আজহারের খালাসে সাতক্ষীরায় দোয়ার আয়োজন

১৪

মুক্তি পাওয়া জিম্মি / ‘ভয় ছিল ইসরায়েলই হত্যা করে ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর দায় দেবে’

১৫

পার্বত্য অঞ্চলের কার্যক্রম পরিদর্শনে আনসার মহাপরিচালক

১৬

মোরসালিনের দিনে বোয়েটাং-দিয়াবাতে দ্বৈরথ

১৭

দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জামায়াত আমিরের

১৮

৭০০ টাকার জন্য তর্কাতর্কিতে প্রাণ গেল যুবকের

১৯

সৌদিতে কুরবানির ঈদ ৬ জুন, বাংলাদেশে কবে?

২০
X