পৃথক পৃথক আয়োজনে পালিত হলো জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১ জানুয়ারি) জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং বিরোধীদলের নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পক্ষ রাজধানীতে এ উপলক্ষে আলাদা কর্মসূচি পালন করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাকরাইল কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক- মো. হেলাল উদ্দিন, যুগ্ম দপ্তর সম্পাদক- মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য- লোকমান হোসেন ভূইয়া রাজু, সাইফুর রহমান শান্ত, মো. জাকির হোসেন, জাতীয় মটর শ্রমিক পার্টির সদস্য সচিব- আব্দুর রহিম প্রমুখ। এরপর কেন্দ্রীয় কার্যালয়ে ঘরোয়া পরিবেশে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন না।
এদিকে বিরোধীদলের উপনেতা জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শের সঙ্গে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন দলটির রওশন এরশাদ সমর্থিত অংশের নেতারা। গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন। দলের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাহ্গির আল মাহি সাদ এরশাদ। বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক এস এম আলম, অধ্যাপক ইকবাল হোসেন রাজু প্রমুখ।
নেতারা বলেন, জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শের সঙ্গে বেইমানি করেছে। নির্বাচনী পোস্টারে জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত লেখার পর তাদের নিজেদের জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দিলে নিজেদের লজ্জিত হতে হয়। নেতাকর্মীসহ জনগণও বিব্রত হয়। তারা জাতীয় পার্টির রাজনীতি নিশ্চিহ্ন করে দিয়েছে। এ অবস্থা থেকে দলকে বাঁচাতে বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গাজীপুর মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইস্রাফিল মিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, মজিবুর রহমান মুজিব, মনোয়ারা তাহের মানু, শারমিন পারভিন লিজা, তাহেরা মোশাররফ শোভা, হাসনা হেনা, সবুজ সিকদার, কেয়া চৌধুরী, তৌহিদুর রহমান খান, কবি ইউনুস ফার্সি, বীর মুক্তিযোদ্ধা কেফায়েতুল্লা নজিব, শওকত হোসেন বাবুল প্রমুখ।
মন্তব্য করুন