দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের আহ্বান এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে যুবদলের কেন্দ্রীয় নেতারা।
সোমবার (১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত সড়ক, গাজী ভবন, পলওয়েল মার্কেট এবং আশপাশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, চট্রগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কেএমএস মুসাব্বির শাফি, সদস্য হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, যুবদল নেতা ফারুক হোসেন পাটওয়ারী, আজাদ ভূঁইয়া প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন