কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:৫২ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

রাজধানীতে জামায়াতের শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা
রাজধানীতে জামায়াতের শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সারা দেশের মতো রাজধানীতেও প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লে সরকার দুর্গতদের দুর্দশা লাঘবে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমরা আমাদের সীমিত সামর্থ্য শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করছি।

গণমানুষের জন্য আমাদের এই সেবামূলক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সাধ্যমতো সবকিছু সবকিছু করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পশ্চিম থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমীর আবু হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির আবু হোসেন, থানা কর্মপরিষদ সদস্য শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এমারত হোসেন ও ইঞ্জিনিয়ার শরীফুল আলম প্রমুখ।

ড. রেজাউল করিম বলেন, নাগরিকের সকল সমস্যার সমাধানের দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। সে শর্তেই প্রত্যেক নাগরিক রাষ্ট্রকে কর দিয়ে থাকে। কিন্তু দেশে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে শীতবস্ত্রসহ মানুষের নাগরিক জীবনের অতিতুচ্ছ সমস্যা সমাধানের জন্য মানুষ হয়ে মানুষের কাছে হাত পাততে হচ্ছে।

তিনি বলেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতালিপ্সা চরিতার্থ করার জন্যই দেশের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছে। দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে বানিয়েছে খেল-তামাশার বিষয়।

কাফরুলে শীতবস্ত্র বিতরণ

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কাফরুল উত্তর থানা জামায়াত। থানা সেক্রেটারি আশিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক।

আদাবরে শীতবস্ত্র বিতরণ

আদাবর থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। থানা সেক্রেটারি আশ্রাফুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও থানা কর্মপরিষদ সদস্য আবির হোসাইনের পরিচালনায় উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন,আশিকুর রহমান প্রমুখ।

দক্ষিণখানে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দক্ষিণখান পূর্ব থানা জামায়াত। থানা আমির ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন থানা আমির ডা. হাবিবুর রহমান, নায়েবে মোহাম্মদ আলী, সেক্রেটারি এমএ সাইদ ও এমএ কালাম প্রমুখ।

মোহাম্মদপুরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদপুর পূর্ব থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শ্রমিক বিভাগের পরিচালক মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন থানা সেক্রেটারি আনিসুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন থানা প্রচার-মিডিয়া সম্পাদক মাহমুদুল হক রোমান, সৈয়দ আবু তালহা ও রাসেল হোসাইন প্রমুখ।

মোহাম্মদপুর দক্ষিণে শীতবস্ত্র বিতরণ

দক্ষিণ থানা আমির জনাব শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অঞ্চলের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় মজলিশের সদস্য, শেরেবাংলা- মোহাম্মদপুরের জোনের পরিচালক জিয়াউল হাসানের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়াও উপস্থিত ছিলেন থানার সেক্রেটারি আবু নাঈমসহ থানার কর্মপরিষদরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার ফোনের চার্জার আসল নাকি নকল, বুঝবেন যেভাবে

ভারতের গুজরাটে ভারী বৃষ্টিতে রাস্তায় ডুবে যাচ্ছে গাড়ি

ডাকসু নির্বাচন / বাগছাসের ইশতেহার ঘোষণা

জাপাকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবি হেফাজতের

ভিপি নুরের ওপর হামলার নিন্দা সমমনা জোটের

স্থানীয় সরকার বিভাগে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

নিজের ব্যাগে থাকা জুস খেয়ে অজ্ঞান পার্টির সদস্য অচেতন

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টস জয়, দেখে নিন একাদশ

৪ দিন বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা

১০

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন / প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র

১১

পাগলা মসজিদের দানবাক্সের চিঠিতে গ্রাম পুলিশের আকুতি

১২

মুনিয়া হত্যাকাণ্ডে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ

১৩

হেলমেট পরার কথা স্বীকার করে যা বললেন জাপার মহাসচিব

১৪

রিমান্ড শেষে তৌহিদ আফ্রিদি কারাগারে

১৫

‘বৃহত্তর সুন্নী জোটের’ আত্মপ্রকাশ

১৬

২৪ ঘণ্টা ধরে পড়ে আছে আব্দুর রহমানের লাশ

১৭

বদলে গেল এশিয়া কাপের সময়সূচি, বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন

১৮

নুরের ওপর হামলা নিয়ে ইশরাকের ফেসবুক পোস্ট

১৯

আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ নিয়ে যা বললেন স্কালোনি

২০
X