কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সংকট উত্তরণে সংবিধান সংস্কার প্রয়োজন : গণপরিষদ আন্দোলন

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে গণপরিষদ আন্দোলন। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে গণপরিষদ আন্দোলন। ছবি : কালবেলা

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম বলেছেন, বাংলাদেশে যেসব সংকট বারেবারে ফিরে আসছে, তা মূলত রাজনৈতিক সংকট, জনগণের স্বাধীনভাবে মতপ্রকাশ করতে না পারার সংকট, নাগরিকদের রাষ্ট্র ক্ষমতা চর্চা করতে না পারার সংকট, শান্তিপূর্ণ পথে সরকার বদল করতে না পারার সংকট। এসবই সংবিধানের সাথে সম্পর্কিত। শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর, লুটপাট ও পাচার বন্ধ করা, রাষ্ট্রের মালিক জনগণকে রাষ্ট্রক্ষমতা প্রয়োগের ব্যবস্থা করার মধ্যেই বিদ্যমান অগণতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক করা ছাড়া আর কোনো উপায় নেই। আর তাই প্রথমেই বিদ্যমান সংবিধানকে সংস্কার করে গণতান্ত্রিক করতে হবে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণপরিষদ আন্দোলনের উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে গণপরিষদ আন্দোলনের সদস্য সচিব ও সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশীদ বলেন, দেশ আজ মহাসংকটে নিপতিত। অসীম সম্ভাবনা নিয়ে গঠিত বাংলাদেশ আজ গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে। এ রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা ছাড়া বিদ্যমান এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই আমরা গণপরিষদ গঠন করে সংবিধানকে জনগণের গণতান্ত্রিক সংবিধান করার লক্ষ্যে রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করছি।

সংগঠনের নির্বাহী সমন্বয়ক আবদুল মোনেমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- গণপরিষদ আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশের স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, সমন্বয়ক ও বাংলাদেশ ইসলামি সমাজের সভাপতি মাসুদ হোসেন, সমন্বয়ক ও ইসলামি ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান শওকত আমীন, সমন্বয়ক ও গণফোরামের শ্রমবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক, সমন্বয়ক ও বাংলাদেশ পিস ফোরামের সভাপতি জসীম উদ্দিন রাজা, সমন্বয়ক ও সোনার বাংলা পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্য মো. আব্দুল আজিজ, সোনার বাংলা পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য হাজি মো. ইব্রাহিম খলিল, সমন্বয়ক অলক চৌধুরী, চাষি মাসুম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ও সরকারকে একাকার করে ফেলা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই সরকারি দল ও রাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য থাকেনি। যার ফলে সরকার ও সরকারি দলের কোনো অনিয়মের বিরুদ্ধে রাষ্ট্রের কাছে প্রতিকার সাংবিধানিকভাবেই রুদ্ধ হয়ে গেছে। তাছাড়াও বাংলাদেশে শ্রম শোষণের চেয়ে লুণ্ঠন ও পাচারভিত্তিক অর্থনীতি প্রধান হয়ে উঠেছে। এসব লুণ্ঠন ও পাচার আইনিভাবেই সংঘটিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, সংবিধান সংস্কার একটি রাজনৈতিক পরিভাষা, এর সীমা আদালত দ্বারা নির্ধারিত নয়, রাজনৈতিকভাবে জনগণ দ্বারা নির্ধারিত। জনগণই ঠিক করবে, তারা সংবিধানের কোন অংশ কী দিয়ে পরিবর্তিত করবে। এই পরিবর্তনের জন্য তারা গণপরিষদ নির্বাচন বা সংবিধান সভার নির্বাচন করবে, নির্বাচিত সদস্যরা বিভিন্ন প্রক্রিয়ায় সর্বস্তরের জনগণের মতামত নিয়ে তা পরিবর্তন করবে এবং জনগণের সামনে গণভোট আকারে উত্থাপন করবে। সংস্কারকৃত সংবিধানকে গণভোটে অনুমোদন করার পর এটি চূড়ান্ত হবে। চূড়ান্ত হওয়ার পর পরিবর্তিত সংবিধানই হবে আদালতের বিচারের ভিত্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কেউ নেই : মির্জা ফখরুল

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বক্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশ  

আরতি-পুষ্পাঞ্জলিতে বিদ্যাদেবীর আরাধনা, ‘মব’ রুখে দেওয়ার বার্তা

শরিয়া আইন নিয়ে ইসলামপন্থি দলগুলোর অবস্থান কী

ফিক্সিংয়ের অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক শামীম

বিয়েতে রাজি না হওয়ায় অপহরণ, ১৫ দিনেও হদিস মেলেনি স্কুলছাত্রীর

দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল চালু 

বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলি, উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলের বার্তা

তানজিদ ঝড়ে রাজশাহীর সংগ্রহ ১৭৪

১০

এবার পুলিশ কমিশনার ভূমি পেডনেকর

১১

ঢাবি জগন্নাথ হলের সরস্বতী পূজায় মবতন্ত্রবিরোধী বার্তা

১২

ট্রাম্পের চাপে মুসলিম বিশ্ব ইসরায়েলকে সহায়তা করছে : ফজলুর রহমান

১৩

অবশেষে জানা গেল বিশ্বকাপ না খেলায় কত টাকার ক্ষতি হবে বাংলাদেশের

১৪

নির্বাচনী জনসভায় জামায়াত আমিরের তিন শর্ত

১৫

রাজধানীর ভাষানটেকে নির্বাচনী জনসভায় তারেক রহমান

১৬

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কাজ করবে ঢাবি-ব্র্যাক

১৭

মায়ের সঙ্গে পূজায় ইয়ালিনি

১৮

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

১৯

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

২০
X