কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পর এবার ঢাকার রাজপথে নামছে বিএনপি

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

দুইদিনের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) ঢাকাসহ দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। ঢাকায় দুপুর ২টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়ে কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার রাজপথে নামতে যাচ্ছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ-সহযোগী সংগঠন এবং পেশাজীবী নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত থাকবেন। কর্মসূচির ব্যাপারে পুলিশ ইতিবাচক বলে দলটির নেতারা জানিয়েছেন।

এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু কালবেলাকে বলেন, ‘কালো পতাকা মিছিলের কর্মসূচির বিষয়ে নিয়মমাফিক আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করে চিঠি দিয়েছি। পুলিশ আমাদের কর্মসূচির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।’

জানা গেছে, বিএনপি কর্মসূচির জন্য দলীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত আবেদন করলেও পুলিশ কাকরাইল নয়তো শান্তিনগর মোড় পর্যন্ত অনুমতি দিতে চায়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ বলেন, কালো পতাকা মিছিলের কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা করেন, অতীতের মতোই বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেবেন। ৭ জানুয়ারির ভোট বর্জনের পর বিএনপির নেতা-কর্মীদের এটি প্রথম রাজপথের কর্মসূচি।

ইতোমধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ সারাদেশে জেলা কার্যালয়গুলো খুলেছে। নেতা-কর্মীদের অনেকে আত্মগোপন থেকে প্রকাশ্যে কার্যালয়ে আসা-যাওয়া শুরু করেছেন। গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির মহাসমাবেশটি পণ্ড হয়ে যাওয়ার পর নেতা-কর্মীদের ওপর ধড়পাকড় শুরু হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের ভাষ্য অনুযায়ী, ওই সময় থেকে এই পর্যন্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় ২৩ হাজারের অধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে দুইদিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ জানুয়ারি) প্রথম দিনে দেশব্যাপী জেলা সদরে কালো পতাকা মিছিল হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

এদিকে একই দাবিতে শনিবার যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোও আলাদাভাবে রাজধানীতে কালো পতাকা মিছিল করবে। ‘১২ দলীয় জোট’ দুপুর সাড়ে ১২টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, গণফোরাম (মন্টু)-বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে বিকেল সাড়ে ৩টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর এবং এলডিপি বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে মিছিল বের করবে।

দুইদিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে এলডিপি। বেলা ১১টার দিকে পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল, বিজয়নগর, পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির এতে নেতৃত্ব দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম কমলো ইন্টারনেটের

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

১০

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

১১

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১২

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

১৩

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

১৪

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

১৫

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

১৬

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

১৭

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১৮

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

১৯

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

২০
X