দুইদিনের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) ঢাকাসহ দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। ঢাকায় দুপুর ২টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়ে কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার রাজপথে নামতে যাচ্ছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ-সহযোগী সংগঠন এবং পেশাজীবী নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত থাকবেন। কর্মসূচির ব্যাপারে পুলিশ ইতিবাচক বলে দলটির নেতারা জানিয়েছেন।
এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু কালবেলাকে বলেন, ‘কালো পতাকা মিছিলের কর্মসূচির বিষয়ে নিয়মমাফিক আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করে চিঠি দিয়েছি। পুলিশ আমাদের কর্মসূচির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।’
জানা গেছে, বিএনপি কর্মসূচির জন্য দলীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত আবেদন করলেও পুলিশ কাকরাইল নয়তো শান্তিনগর মোড় পর্যন্ত অনুমতি দিতে চায়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ বলেন, কালো পতাকা মিছিলের কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা করেন, অতীতের মতোই বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেবেন। ৭ জানুয়ারির ভোট বর্জনের পর বিএনপির নেতা-কর্মীদের এটি প্রথম রাজপথের কর্মসূচি।
ইতোমধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ সারাদেশে জেলা কার্যালয়গুলো খুলেছে। নেতা-কর্মীদের অনেকে আত্মগোপন থেকে প্রকাশ্যে কার্যালয়ে আসা-যাওয়া শুরু করেছেন। গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির মহাসমাবেশটি পণ্ড হয়ে যাওয়ার পর নেতা-কর্মীদের ওপর ধড়পাকড় শুরু হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের ভাষ্য অনুযায়ী, ওই সময় থেকে এই পর্যন্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় ২৩ হাজারের অধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে দুইদিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ জানুয়ারি) প্রথম দিনে দেশব্যাপী জেলা সদরে কালো পতাকা মিছিল হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
এদিকে একই দাবিতে শনিবার যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোও আলাদাভাবে রাজধানীতে কালো পতাকা মিছিল করবে। ‘১২ দলীয় জোট’ দুপুর সাড়ে ১২টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, গণফোরাম (মন্টু)-বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে বিকেল সাড়ে ৩টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর এবং এলডিপি বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে মিছিল বের করবে।
দুইদিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে এলডিপি। বেলা ১১টার দিকে পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল, বিজয়নগর, পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির এতে নেতৃত্ব দেন।
মন্তব্য করুন