গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা শহীদুল্লাহ্ সিকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করেন পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য কমল ঘোষ, হরি প্রসাদ মিত্র, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জনাব শাদীদ আহমেদ সাদী, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আলমগীর হোসেন, অনলাইনে বক্তব্য দেন নারী নেত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. মায়া ভৌমিক প্রমুখ। সভা পরিচালনা করেন পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন।
বক্তব্যে সভাপতি বলেন, নারীর ক্ষমতায়ন, সম অধিকার প্রতিষ্ঠা, কাজের সম মর্যাদা, বাংলা দেশের সংবিধানে বিধৃত নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গণতন্ত্রী পার্টি অঙ্গীকারবদ্ধ থাকবে।
মন্তব্য করুন