কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে সরকার : আমিনুল হক

আমিনুল হক। ছবি : কালবেলা
আমিনুল হক। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে মাটিচাপা দিয়ে দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র সেই গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই। দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সমাজের নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে দিনমজুর, রিকশাচালক ও সাধারণ শ্রমিকরা দু’বেলা পেট ভরে ভাত খেতে পারছে না। কিন্তু সেদিকে সরকারের এক বিন্দুও নজর নেই, সরকার আছে তার নিজেকে নিয়ে। তারা লুটপাটে ব্যস্ত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সরকার গত ১৭টা বছর ধরে বাংলাদেশে গাছপালা রোপণ করেনি, তারা গাছপালা নিধন করেছে। তারা নদী-নালা, খাল-বিল দখল নিয়ে ভরাট করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, নিজেদের পকেটকে ভরাট করেছে। এ কারণেই আজকে দেশে এত তীব্র দাবদাহ।

তিনি বলেন, আজকে দেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কারণ, গত ১৭টা বছর ধরে দেশের মানুষ সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পায়নি।

আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আমাদের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে।

তিনি দাবি করে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে বিএনপিসহ সাধারণ মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়লে, এই সরকার এক মুহূর্তের জন্যও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আকতার হোসেন, মহানগর সদস্য হাজী মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক, শাহ আলম, এল রহমান, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজালাল সিকদার, তোফায়েল আহমেদ, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান সজীব, রানা চৌধুরী, ১৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মজনু দর্জীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১০

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১১

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১২

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৩

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৪

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৫

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৬

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

১৭

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

১৮

রাজনীতির নামে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না : রবিউল আলম

১৯

মঈন আলীর ঝলকে ঢাকাকে হারাল সিলেট

২০
X