আসন্ন বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
‘বাজেট : গণমানুষের ভাবনা’- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১৫ মে) পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে।
আলোচনায় শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর-নারী-চিকিৎসক-যুব-ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের মতামত তুলে ধরবেন। এতে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক তাজুল ইসলাম, অধ্যাপক রাশেদ আল তিতুমীরসহ সিপিবির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
আগামী ২ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন বসবে এবং ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে। এদিন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় বাজেট উত্থাপন করবেন।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট।
মন্তব্য করুন