ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রমের ট্রায়াল চলছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল থেকে এই কার্যক্রম শুরু হয়।
তবে আগস্টের শেষে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রদূত।
বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের কনসাল জেনারেল আলহাজ এম জে এইচ জাবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ই-পাসপোর্ট চালু করার মাধ্যমে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রম আরও বেগবান হবে। এতে প্রবাসীদের প্রত্যাশা পূরণ হলো। ইতিমধ্যে ই-পাসপোর্টের সব যন্ত্রপাতি এসে পৌঁছেছে এবং সফলভাবে সেটআপ করে ট্রায়াল শুরু করেছে মিলান কনস্যুলেট।
এদিকে রোম দূতাবাসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের পাসপোর্ট সমস্যার দ্রুত সমাধান হবে এমনটি প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।
মন্তব্য করুন