আবু বকর ছিদ্দিক পাভেল, কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৩:৪৯ এএম
অনলাইন সংস্করণ

কুয়েতে ভিসা প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। ছবি : সংগৃহীত
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। ছবি : সংগৃহীত

ভিসা প্রতারকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

তিনি জানান, ফেসবুক, ইমো ও হোয়াটস অ্যাপের মাধ্যমে যারা ভিসা প্রতারণার কাজ করে যাচ্ছেন তাদের খোঁজ নিচ্ছি, যদি জানতে পারি তারা এসবের সঙ্গে জড়িত তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে যারা না জেনে না বুঝে ইমো ও হোয়াটস অ্যাপে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন করছেন তাদেরও সতর্ক করছি। এই ধরনের কোন কর্মকাণ্ডে আপনারা যুক্ত হবেন না, কারণ টাকা নেওয়া যেমন অবৈধ, তেমনি টাকা দেওয়াও অবৈধ।

মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ দূতাবাস কুয়েতের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় প্রবাসীদের সতর্ক করে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, অনেক সময় দেখা যায় ব্যবসা বাণিজ্য করার জন্য প্রবাসীরা নিজেদের মধ্যে আর্থিক লেনদেন করে থাকেন যার কোন লিখিত প্রমাণ তারা রাখেন না। পরবর্তীতে যখন সমস্যা হয় তখন তারা দূতাবাসে এসে অভিযোগ করেন। তাদের উচিৎ ব্যবসা বাণিজ্য বা অন্য কোন কাজে লোনের সময় টাকা দিয়ে থাকলে তার লিখিত ডুকুমেন্ট এবং সাক্ষী রাখা।

তিনি জানান, যারা কোম্পানিতে আছেন তাদেরকে অনেকে প্রলোভন দেখায়, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে। তাদের জানা উচিৎ তারা যেই কোম্পানিতে আছে সেই কোম্পানির ভিসায় ট্রান্সফার হবে কিনা সেটার আগে খোঁজ খবর নেওয়া। মিথ্যা প্রলোভনে পা দিয়ে শুধুমাত্র কথার আশ্বাসে যাতে টাকা পয়সা লেনদেন না করে। যদি কেউ এমন প্রলোভন দেখায় তাহলে তাদের বিরুদ্ধে দূতাবাসে এসে অভিযোগ করুন। দূতাবাস তার ব্যবস্থা নিবে।

রাষ্ট্রদূত আরও বলেন, অনেক অপপ্রচার চালাচ্ছে বিএমইটি কার্ড থাকলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তাদের প্রতিমাসে ২৫০০ টাকা দিচ্ছে। এটা মোটেও সত্য নয়। তবে এই কার্ড থাকলে কিছু সুযোগ সুবিধা সরকার থেকে পাওয়া যায়। যেমন লোন প্রাপ্তির ক্ষেত্রে, শিক্ষা বৃত্তির ক্ষেত্রে কিংবা প্রবাসী মারা গেলে তার পরিবার কিছু সুবিধা পাওয়া।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, অনেকে প্রবাসে বসে দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী অপপ্রচার চালাচ্ছেন, তাদের অনুরোধ করবো আপনারা এমন কিছু করবেন না যেটার কারণে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনারা রেমিট্যান্স যোদ্ধা। আপনাদের রেমিট্যান্স দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২০-২০২১ অর্থবছরের চেয়ে ২০২২ সালে আপনাদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে। তাই আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা বৈধ পথে পাঠিয়ে নিজের এবং পরিবারের উপকার করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাফনের ২ মাস পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন

একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে : সালাউদ্দিন

মঞ্চে নেচে বিতর্কে নেহা

যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কালাম আজাদের নতুন বই ‘নির্বিকার নৃশংসতা’

গ্ল্যামারের খোলস ভেঙে অভিনয়েই এখন যার মনোযোগ

পরোক্ষ ধূমপান শিশুদের জন্য কতটা ভয়াবহ জানাচ্ছে গবেষণা

গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ৭

পেরুর সাংবাদিককে গুলি করে হত্যা

‎আগাম টমেটো চাষ এখন কৃষকের গলার কাঁটা ‎

অবসরের পর মেসির ঠিকানা নিয়ে যা বললেন বেকহ্যাম

১০

আজ ঐশীর জন্মদিন

১১

আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ‘পরশ’

১২

বছরজুড়ে গুগলে কী খুঁজল ভারতীয়রা

১৩

ইচ্ছা করেই ত্রুটিযুক্ত অ্যাকশন, পডকাস্টে চাঞ্চল্যকর দাবি সাকিবের

১৪

বোকাবাক্স থেকে বড় পর্দা, নিশোর জয়রথ ছুটছেই

১৫

৪২ বলের অর্ধেকই ডট, শিকার ৪ উইকেট—দুবাইয়ে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং

১৬

আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফজলুর রহমান

১৭

বেগুন গাছে ভাইরাসের আক্রমণ, ফলন নিয়ে শঙ্কা 

১৮

বাবরি মসজিদ নির্মাণ / হুমায়ুনের বাড়িতেই মিলল ৯৩ লাখ ও ১১ ট্রাংকভর্তি টাকা

১৯

বার্সা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফিনিয়া

২০
X