চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১০:৪৩ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তেলবাহী ট্রাকচাপায় নিহত ৩, আহত ৪

তেলবাহী ট্রাকচাপায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা
তেলবাহী ট্রাকচাপায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে একটি গাছ হেলে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের মুখোমুখি ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

নিহতদের মধ্যে রয়েছেন ব্যাটারিচালিত ইজিবাইকচালক আরিফুর রহমান (৩৫), তিনি দামুড়হুদার জয়রামপুর কলোনীপাড়ার বাসিন্দা। অপর দুজনের মধ্যে একজন নারী (বয়স আনুমানিক ৫০) ও একজন পুরুষ (বয়স আনুমানিক ৪৫), যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আহতরা হলেন- দুথপাথিলা গ্রামের আল-আমিন (২২), চাঁদপুর সিপিতে কর্মরত দেলোয়ার হোসেন সায়েম (২৮), হায়দারপুরের ফহাদ আহমেদ (২২), রিয়া খাতুন (২০) ও তার এক বছর বয়সী শিশুপুত্র ইয়াছিন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, ‘দুজনকে মৃত অবস্থায় আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে চারজন ভর্তি রয়েছেন, যাদের একজনের অবস্থা সংকটাপন্ন।’

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান কালবেলাকে বলেন, ঘটনাস্থলে দুজন মারা গেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদুর রহমান কালবেলাকে বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

১০

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১২

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৪

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৫

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৬

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১৭

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৮

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১৯

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

২০
X