মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস এক্সিবিশনে বাংলাদেশ 

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস এক্সিবিশন। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস এক্সিবিশন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের (MATRADE) সহযোগিতায় ইএস ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে ১৯তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং শোকেস (MIBS) অনুষ্ঠিত হয়েছে। ২৮-৩০ নভেম্বর কুয়ালালামপুর কনভেনশন সেন্টার কুয়ালালামপুরে এ এক্সিবিশন হয়।

মেলায় বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের উদ্যোগে বরাদ্দকৃত বুথে বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্য, পানীয় ও ভোগ্যপণ্য ব্র্যান্ড ‘প্রাণ’ অংশগ্রহণ করে এবং তাদের গৃহস্থালি পণ্য, ভোক্তা পণ্য এবং খাদ্য ও পানীয় প্রদর্শন করে। প্রতিদিনই বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বিভিন্ন পরিবেশক বাংলাদেশের বুথ পরিদর্শন করে পণ্যসামগ্রী নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

শনিবার মেলার সমাপনী দিনে মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষে প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। এ সময় তিনি বাংলাদেশের স্টলে আসা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে তাদের সহযোগিতা চান। এছাড়াও তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে বিভিন্ন পরামর্শ দেন এবং হাইকমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এবারের বার্ষিক এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ফ্যাশন-এ্যাপারেল, ফেব্রিক, চামড়াজাত পণ্য, গৃহস্থালি পণ্য, উপহার, ভোক্তা পণ্য এবং খাদ্য ও পানীয় ক্যাটাগরিতে ১০টি দেশ ৩০০টি বুথের মাধ্যমে মেলায় তাদের পণ্য প্রদর্শন করেছে।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে হাইকমিশন বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণসহ অন্য পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বৈচিত্র্যময় বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’কে ধন্যবাদ জানান।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মালয়েশিয়ার প্রধান বিপণন কর্মকর্তা টাইলার তাসিন জানান, বিভিন্ন সেক্টরের উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী বুথ পরিদর্শন করেছেন এবং বাংলাদেশের পণ্যসামগ্রী নিয়ে তাদের আগ্রহ লক্ষ্য করা গেছে। মালয়েশিয়ার বাজারে ‘প্রাণ’ শক্তিশালী ব্র্যান্ড হিসেবে বিকাশের জন্য কাজ করে চলেছে এবং এই মেলা সেক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ হিসেবে মনে হয়েছে। এজন্য তিনি বাংলাদেশ হাইকমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং মালয়েশিয়া বাংলাদেশে ৯ম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। মালয়েশিয়ায় বাণিজ্য সম্প্রসারণে জন্য ২০২৩ সালে এখন পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরির ৯টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, কেউ পাস করেনি’

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল 

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

১০

নেসলের ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

১১

বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

১২

রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

১৩

র‌্যাঙ্কিংয়ে এগোতে উইন্ডিজ সিরিজে বাংলাদেশকে কী করতে হবে?

১৪

এক যুগ পর আবার মঞ্চে পালাকারের ‘ডাকঘর’

১৫

অবশেষে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়েরা

১৬

যে উপায়ে পেঁয়াজ কাটলে চোখের পানি ঝরবে না

১৭

‍‌‌‘রক্তচক্ষু উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ প্রকাশ করছে কালবেলা’

১৮

‘বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে কালবেলা জনগণের মুখপত্র হিসেবে কাজ করছে’

১৯

চমক রেখে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

২০
X