কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় ভাষাশহীদদের আত্মত্যাগ স্মরণে বিএনপির বিশেষ দোয়া

বাংলা ভাষার মর্যাদা ও ভাষাশহীদদের আত্মত্যাগ স্মরণে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। ছবি : কালবেলা
বাংলা ভাষার মর্যাদা ও ভাষাশহীদদের আত্মত্যাগ স্মরণে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। ছবি : কালবেলা

বাংলা ভাষার মর্যাদা ও ভাষাশহীদদের আত্মত্যাগ স্মরণে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) মেলবোর্নের ট্রেনাইট কমিউনিটি লার্নিং সেন্টারে এ আয়োজনের নেতৃত্ব দেয় ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (VBCF)। এ সময় নিজ নিজ ধর্মমতে ভাষা শহীদদের উদ্দেশে মৌন প্রার্থনা ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব ফেডারেল সংসদ সদস্য জোয়ান রায়ান, সাবেক রাজ্য সংসদ সদস্য সারা কলনি, টার্নাইটের রাজ্য সংসদ সদস্য ডিলান ওয়াইট এবং পয়েন্ট কুকের রাজ্য সংসদ সদস্য ম্যাথিউ হিলকারি উপস্থিত ছিলেন।

অতিথিরা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ভাষাশহীদদের স্মরণে ও বাংলাদেশকে উপজীব্য করে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভিক্টোরিয়ার পক্ষ থেকে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি কায়াস মাহমুদ জনি, ভিক্টোরিয়া বিএনপি নেতা তৌহিদ পাটোয়ারী এবং অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সাল মোহাম্মদ।

এ সময় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কায়াস মাহমুদ জনি বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ-সব কিছুর মূলেই গণতান্ত্রিক অধিকার। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে, যাতে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং দেশে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা অস্ট্রেলিয়ার স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে আহ্বান জানিয়েছি, তারা যেন অস্ট্রেলিয়া থেকে একটি স্বাধীন পর্যবেক্ষক দল পাঠানোর উদ্যোগ নেন। যাতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা কেবল বাংলাদেশের নয়, সারা বিশ্বের দায়িত্ব।’

তৌহিদ পাটোয়ারী বলেন, বাংলাদেশের জনগণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে এবং জনগণের মতপ্রকাশের সুযোগ দেয়। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

আয়োজনের ফয়সাল মোহাম্মদ বলেন, বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষা আন্দোলনের চেতনাকে সম্মান জানিয়ে ১৯৭৬ সালে ‘একুশে পদক’ প্রবর্তন করেন, যা ভাষাসৈনিকদের অবদানকে স্বীকৃতি দেয় এবং জাতীয়ভাবে একুশের চেতনাকে প্রতিষ্ঠিত করে।

এদিকে ভিক্টোরিয়া বিএনপির বিশেষ দোয়া মাহফিল মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে একই ভেন্যুতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে ভিক্টোরিয়া বিএনপি। এতে ভিক্টোরিয়া বিএনপির নেতাকর্মীরা আলাদাভাবে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত, বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠা, জুলাই-আগস্ট বিপ্লবে নিহত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এ বিষয়ে ভিক্টোরিয়া বিএনপির নেতারা বলেন, আমরা প্রবাসে থেকেও মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করছি। পাশাপাশি বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলন চালিয়ে যাব। সুষ্ঠু নির্বাচন এবং আইনের শাসনই বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনের একমাত্র পথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৫ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

নিয়োগ দিচ্ছে মীনা বাজার

গাজীপুরে জবাইয়ের কারখানায় অভিযান, জীবিত–মৃত ৪৫ ঘোড়া জব্দ

বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানানো চরমোনাইয়ের প্রার্থীর পোস্ট ভাইরাল

রাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, মিলেনি ফান্ডের হিসাব

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য শুরু হলো এনআইডি নিবন্ধন কার্যক্রম

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

বিশ্বকাপ জয়ের পরই বিয়ের পিঁড়িতে বসবেন রোনালদো!

জুলাই সনদ নিয়ে উদ্ভূত সংকটের সমাধান সরকারকেই করতে হবে: গণতন্ত্র মঞ্চ

‘চ্যাম্পিয়ন’ পিএসজিকে হারিয়ে বায়ার্নের টানা ১৬ জয়

১০

কোর্তোয়ার বীরত্বেও রক্ষা পেল না রিয়াল মাদ্রিদ

১১

নেপালের বিপক্ষে মাঠে নামছে জামালরা, যেভাবে মিলবে টিকিট

১২

‘ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ নিতে হবে’

১৩

আমজনতার দলের নিবন্ধন না পাওয়া নিয়ে রাশেদের স্ট্যাটাস

১৪

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৫

মনোনয়ন পাওয়ার একদিন পর স্থগিত—কে এই কামাল জামান মোল্লা

১৬

ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক

১৭

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

১৮

মুচলেকায়  মুক্তি / ঢাকা কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশ দিল শিক্ষার্থীরা 

১৯

মেডিক্যাল শিক্ষকদের জন্য বড় সুখবর

২০
X