ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিধবার অন্যত্র বিয়ে হলেও তিনি কি মৃত স্বামীর সম্পদ পাবেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মৃত্যু জীবনের ঘনিষ্ঠ সঙ্গী। জন্ম নিলে একদিন মারা যেতে হবে। মায়াঘেরা দুনিয়ার রূপ-রঙ ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হবে- যেখানে কেউ কারও বন্ধু হবে না, হবে না শত্রুও। নিজের দায়িত্ব নিজেই নিতে হবে।

এ প্রসঙ্গে রাব্বুল আলামিন আল কোরআনে ইরশাদ করেছেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।’ (সুরা আলে ইমরান : ১৮৫, সুরা আনকাবুত : ৫৭)

সুরা নাহলে আল্লাহ তায়ালা বলেন, ‘অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (আয়াত : ৬১)

সুরা আবাসাতে রাব্বুল আলামিন বলেন, ‘সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন সময় এসে পড়বে, সে নিজেকে ছাড়া আর কারও প্রতি লক্ষ করার মতো অবস্থায় থাকবে না।’ (আয়াত : ৩৪-৩৭)

‘মৃত্যু নিশ্চিত’ এ কথা সব ধর্মের মানুষই বিশ্বাস করেন। কিন্তু আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে কোনো নারীর স্বামী মারা গেলে ওই নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করতে দেখা যায়। এ ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে, স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর যে মীরাস (সম্পত্তি) পায় তার জন্য শর্ত হলো, অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া। যদি কোথাও বিয়ে করে, তাহলে সে পূর্বের স্বামীর মীরাস (সম্পত্তি) পাবে না। তাই প্রশ্ন জাগে, আসলেই কি ওই নারী তার পূর্বের স্বামীর সম্পত্তি পাবেন না? শরিয়তে এর নির্দেশনা কী?

এ বিষয়ে ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারের এক বিশ্লেষণে বলা হয়েছে, ‘স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর যে মীরাস (সম্পত্তি) পায় তার জন্য শর্ত হলো, অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া’- এটা সম্পূর্ণ জাহেলী চিন্তা! স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত থাকলেই সে মীরাসের (সম্পত্তির) হকদার হয়ে যায়। তার অন্যত্র বিবাহ হোক বা না হোক তাতে তার মীরাস প্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করে না। এ কারণে কোনো মহিলাকে মীরাস (সম্পত্তি) থেকে বঞ্চিত করা হলে তা হবে বড় ধরনের কবিরা গোনাহ। এটা একদিকে তার পাওনা আত্মসাৎ করা, অপরদিকে শরিয়তের বিকৃতি সাধন।

পত্রিকাটিতে আরও বলা হয়েছে, আমাদের দেশে স্বামীর মৃত্যুর পর বিধবাদের সঙ্গে বিবাহের ব্যবস্থা না করা একটি জাহেলি নিয়ম। এর সঙ্গে এখন আরও বড় জুলুম যোগ হয়েছে যে, অন্যত্র বিবাহের কারণে তাকে স্বামীর সম্পতি থেকে বঞ্চিত করা হয়।

স্মরণ রাখবেন, যাদের তত্ত্বাবধানে কোনো বিধবা রয়েছে তাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, বাস্তব কোনো ওজর না থাকলে (সামাজিক প্রতিবন্ধকতা কখনোই কোনো ওজর নয়) তার বিয়ের ব্যবস্থা করা। এতে বিভিন্ন উপকারিতার পাশাপাশি মৃত সুন্নত জিন্দা করার সওয়াবও হাসিল হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ

ফিলিস্তিনে মসজিদে আগুন, দেয়ালে ঘৃণাসূচক বার্তা লিখে গেল দখলদাররা

সৌদি আরবে দক্ষ কর্মী পাঠাতে যৌথ উদ্যোগ জোরদার

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

মাটিচাপা নবজাতক উদ্ধার / অভাব-অনটনের নির্মম সিদ্ধান্তে শিউরে উঠল পুরো এলাকা

অ্যাঙ্গোলার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৫ নভেম্বর

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জাটকা ইলিশে সয়লাব বাজার, তদারকি নেই প্রশাসনের

১০

এক রাতেই চট্টগ্রামে ৩ খুন 

১১

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১২

শুক্রবার কমলো স্বর্ণের দাম

১৩

বিধবার অন্যত্র বিয়ে হলেও তিনি কি মৃত স্বামীর সম্পদ পাবেন?

১৪

অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় সুমন : চিকিৎসক

১৫

সরকার একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে : ডা. তাহের

১৬

আইপিএল : নতুন বোলিং কোচের নাম জানাল কেকেআর

১৭

ফের মা হলেন কার্ডি বি

১৮

কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের

১৯

হাসিনা টাকার বস্তা নিয়ে আত্মীয়-স্বজনকে আগেই ভাগিয়ে দিয়েছে : এ্যানি

২০
X