কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

সালাতুত তাসবিহ নামাজ
সালাতুত তাসবিহ নামাজের নিয়ম | ছবি : কালবেলা গ্রাফিক্স

সালাতুত তাসবীহ কি?

সালাত শব্দের অর্থ নামাজ। আর তাসবিহ বলতে ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ এ শব্দগুলো বোঝানো হয়েছে। সালাতুত তাসবীহ (আরবি: صلاة تسبيح ‎), তাসবীহের নামাজ নামেও পরিচিত।

যে নামাজে এসব তাসবীহ পড়ানো হয় তা সালাতুত তাসবীহ বা তাসবীহের নামাজ হিসেবে পরিচিত। ইসলামে অনুসারীদের জন্যে এটি একটি ঐচ্ছিক ইবাদত। এটা বাধ্যতামূলক পাঁচ ওয়াক্ত নামাজের মতো নয়।

ইসলাম ধর্মের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে এ নামাজ পালনে উৎসাহিত করছেন। জীবনে একবার হলেও মুসলমানরা যেনো এ নামাজ পড়ে এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

রাসুল (সা.) তার চাচা হযরত আব্বাস (রা.)-কে বলেন, ‘চাচা, পারলে আপনি সালাতুত তাসবিহ নামাজ দিনে একবার তা না পারলে সপ্তাহে একবার, তাও না হলে মাসে একবার, তাও না পারলে বছরে একবার পড়বেন। তাতেও অক্ষম হলে অন্তত জীবনে একবার হলেও এ নামাজ পড়বেন।

এ নামাজ দ্বারা জীবনের ছোট, বড়, স্বেচ্ছায়, অনিচ্ছায়, নতুন, পুরনো, গোপন, প্রকাশ্য সব রকম গুনাহ মাফ হয়ে যায়।’

সালাতুত তাসবীহ পড়ার নিয়ম

সালাতুত তাসবীহ চার রাকাত। প্রতি রাকাতে ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ তাসবীহগুলো ৭৫ বার পড়তে হয়। চার রাকাতে মোট ৩০০ বার পড়তে হয়।

প্রথম রাকাতে সানা পড়ার পর ১৫ বার পড়তে হবে-

(سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ )

সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।

তারপর সূরা ফাতিহা তারপর কোরআন থেকে কেরাত পাঠ সম্পন্ন হবার পর দাঁড়ানো অবস্থায় রুকুতে যাওয়ার পুর্বে ১০ বার। রুকু করবে এবং রুকু অবস্থায় দোয়ার পর (তাসবিহ) ১০ বার পাঠ করতে হবে। রুকু থেকে মাথা ওঠানোর পর সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় (রাব্বানা লাকাল হামদ পড়ার পর)এ তাসবিহ ১০ বার পাঠ করতে হবে।

তারপর সিজদায় যাবে এবং সিজদা অবস্থায় এ তাসবীহ ১০ বার পাঠ করবে।

সিজদা থেকে মাথা ওঠানোর পর ১০ বার।

পুনরায় সিজদা গিয়ে ১০ বার

সিজদা থেকে মাথা ওঠিয়ে আবার দ্বিতীয় রাকাতে একি ভাবে তাসবিহ পাঠ করতে হবে।

এ তাসবিহ প্রত্যেক রাকাআতে ৭৫ বার করে ৪ রাকাআত নামাজের প্রতি রাকাআতেই এক নিয়ম অনুসারে আদায় করতে হবে।

সালাতুত তাসবীহ ভুল হলে করণীয়

‘সালাতুত তাসবীহ’ নামায পড়াবস্থায় দানাদার তসবিহ হাতে গণনা করা মাকরূহ বা অনুচিত। আঙ্গুলের করগুলোতে গণনা করা যাবেনা। বরং তাহরিমা বাধা অবস্থাতেই হাতের আঙ্গুলের মাথা গুলো টিপেটিপে তাসবীহ গণনা করতে হবে। কোনো স্থানে তাসবীহ পড়তে ভুলে গেলে পরবর্তী তাসবীহ পাঠের সময় তা আদায় করে নিতে হবে।

তবে ক্বওমা তথা রুকু থেকে দাঁড়ানোকালে ও দুই সিজদার মাঝখানের সময়ে পূর্বের ভুলে যাওয়া তাসবীহগুলো আদায় করা যাবে না। সূরা-কেরাত পড়ার পূর্বে তাসবীহ ভুলে গেলে সূরা-কেরাত পাঠের পরে সেটি আদায় করতে হবে।

একইভাবে ক্বিরায়াতের পর তাসবীহ ভুলে গেলে রুকুতে গিয়ে আদায় করতে হবে। রুকুতে তাসবীহ ভুলে গেলে উক্ত তাসবীহ প্রথম সিজদায় আদায় করতে হবে। সিজদায় যাওয়ার পূর্বে তাসবীহ পড়তে ভুলে গেলে তা প্রথম সিজদাতে গিয়ে আদায় করতে হবে।

প্রথম সিজদাতে তাসবীহ ভুলে গেলে তা দুই সিজদার মাঝখানে আদায় না করে বরং দ্বিতীয় সিজদাতে গিয়ে আদায় করতে হবে। ঠিক দুই সিজদার মাঝখানের তাসবীহ পড়তে ভুলে গেলে তাও দ্বিতীয় সিজদায় গিয়ে পড়তে হবে।

আর একইভাবে দ্বিতীয় সিজদাতে তাসবীহ পড়তে ভুলে গেলে পরের রাকায়াতে সূরা-ক্বিরায়াত পাঠ করার পূর্বে পড়ে নিতে হবে। নামাজের সর্বশেষ সিজদার তাসবীহ পড়তে ভুলে গেলে সালাম ফিরানোর পূর্বে তাসবীহ পড়ে নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: রমজান ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী প্রশিক্ষণার্থীদের ভাতা তুলে লাপাত্তা অফিস সহকারী

বিয়ের এক বছরে জীবন প্রদীপ নিভু নিভু তরুণীর

এবার হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

প্রতিবন্ধকতা ছাড়াই সিলেটে ঢুকবে কোরবানির পশুর গাড়ি

সাভারে ৩১ দফা বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ

মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

পরীক্ষা দিতে গিয়ে আটক জাবিপ্রবির ছাত্রলীগ নেতা

স্বাস্থ্য পরামর্শ / হাইপোসপেডিয়াস হলে ১৮ মাসের মধ্যে অপারেশন করা উচিত

বিএনপি নেতা প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

১০

‘এটা আমার এলাকা’ বলেই ভাঙচুর শুরু করেন কলেজ ছাত্রদল সভাপতি

১১

অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নেবে ইউডা, থাকবে আরও সুবিধা

১২

বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতি / আনীত অভিযোগ ‘উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর’ দাবি

১৩

‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’ বললেন খালেদা জিয়া

১৪

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / নিষিদ্ধ ছাত্রলীগ, শিক্ষক-কর্মকর্তাসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

১৫

জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

১৬

পিরোজপুরে সমিতির পরিচালকের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও

১৭

দুই চিকিৎসক দিয়ে চলছে দেড় লাখ মানুষের সেবা

১৮

বিমানবন্দর সড়ক ব্যবহারে হাজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

১৯

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

২০
X