কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০১:২৯ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সুশান্ত পাল পোস্ট করে কি চাকরি হারাবেন : রাশেদ খাঁন

রাশেদ খাঁন (বাঁয়ে) ও সুশান্ত পাল (ডানে)। ছবি : সংগৃহীত
রাশেদ খাঁন (বাঁয়ে) ও সুশান্ত পাল (ডানে)। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্নফাঁস ও কোটা আন্দোলন নিয়ে পোস্ট দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৩০তম বিসিএসের কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ারবিষয়ক বক্তা সুশান্ত পাল।

এবার সুশান্তের সেই পোস্ট নিয়ে মুখ খুলেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।

শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাশেদ এ সম্পর্কিত একটি পোস্ট দেন।

পোস্টে রাশেদ বলেন, ‘সুশান্ত পাল এখন সরকারি কর্মকর্তা। সরকার কোটার পক্ষে। আর তিনি সরকারের লোক হয়ে কোটার বিপক্ষে পোস্ট করে কি তার চাকরি হারাবেন? আপনি বরং তার কাছে কোটার বিপক্ষে অবস্থান দাবি করেই ভুল করছেন। আর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও তিনি খুব ঝামেলায় আছেন। এই সুযোগে কোটার বিপক্ষে অবস্থান না নিয়ে কোটার পক্ষে অবস্থান নিয়ে তিনি সরকারের আনুকূল্য পেয়ে দুর্নীতির চাপ থেকেও কিছুটা বাঁচতে চান। একটা মানুষের বাঁচার আবদার নিয়ে এত ঠাট্টা মশকরা কেন করেন? তাকে বাঁচতে দেন।’

পোস্টে রাশেদ আরও বলেন, ‘আর হ্যাঁ! সরকারি কর্মকর্তা হিসেবে তিনি অনেকদিন ভাইরাল হতে পারছেন না। তিনি জানেন, ভালোকিছু বললে ভাইরাল হতে পারবেন না। তাই এমনকিছু বলেছেন যে, তিনি আবার আলোচনার বিষয়বস্তু।’

পোস্টের শেষে তিনি বলেন, ‘এই জনগণ ভালো মানুষের থেকে ভাইরাল মানুষকে বেশি মূল্যায়ন করেন। তাই তিনি ইচ্ছাকৃতভাবেই ভাইরাল হলেন!’

এর আগে শুক্রবার (১২ জুলাই) সুশান্ত ফেসবুক পোস্টে লেখেন, ‘কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। (আরও ভালো হয় ব্লক করে দিলে।) এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না। আমি আপনার ফরমায়েশের চাকর নই।’

পোস্টে তিনি বলেন, ‘এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝব, আপনার কোনো লজ্জাশরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন।’

পোস্টের শেষে তিনি সুশান্ত পাল বলেন, ‘আপনার হাতে কাজ নেই, আর আমার হাতে সময় নেই। এ কারণেই আমি চাইছি না যে, আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

পোস্টের কমেন্ট বক্সে সুশান্ত পাল আবার লিখেছেন, ‘এখানে যারা উলটাপালটা কমেন্ট করছ এত সুন্দর করে বুঝিয়ে বলার পরও, তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয়। তোমরা তো এমনিতেই চাকরি পাবে না—কোটা থাক না থাক; আরে ভাই, প্রিলিমিনারিই তো পাস করতে পারবে না! লজ্জাশরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের বাংলাদেশিদের জন্য ‘বিশেষ সতর্কবার্তা’

ঢাকা–আরিচা মহাসড়কে বাসে আগুন

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান

হাদিকে বারবার সাবধানে থাকার অনুরোধ করেন সাদ্দাম

স্বর্ণের দামে বড় লাফ, রোববার থেকে কার্যকর

ইনজুরির দুঃসংবাদে জর্জরিত রিয়াল, অনুপস্থিত থাকতে পারেন এমবাপ্পেসহ ১২ জন

ট্যানেল দিয়ে ইউরোপে অনুপ্রবেশ, বাংলাদেশিসহ আটক ১৩০

বিকাশ কর্মীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই

ধানের শীষে ভোট দিন, হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেব : মীর হেলাল

চেন্নাস্বামীতে ক্রিকেট ফেরার সবুজ সংকেত

১০

আইইউবিএটি’তে ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি ও টেকসই ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১১

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

১২

বাড়তি নিরাপত্তা চেয়ে ইসির চিঠি 

১৩

হাদির ওপর গুলি নির্বাচন বানচালের ষড়যন্ত্র : ড্যাব

১৪

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

১৫

নির্বাচনের পরিবেশ ঠিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান রুমিন ফারহানার

১৬

বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন তিনি

১৭

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত : মাসুদুজ্জামান

১৮

চার দফা দাবিতে বিসিবিতে ক্রিকেটারদের অবস্থান

১৯

পরিবারের সদস্যরা আমার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন : প্রেস সচিব

২০
X