কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবির ও ছাত্রলীগকে জড়িয়ে প্রচার, যা জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের বক্তব্য দাবিতে নিউজ পোর্টাল বাংলা আউটলুকের একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে লেখা, ‘ছাত্রলীগে অনুপ্রবেশ করে নিজেদের নিরাপদ রাখা তাদের কৌশলের অংশ ছিল’।

একই সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের ছবিযুক্ত ঢাকা পোস্টের আরেকটি ফটোকার্ডও ফেসবুকে ছড়িয়েছে। এই ফটোকার্ডে লেখা, ‘ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের’।

তবে এসব প্রচার সঠিক নয় বলে মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে ছড়িয়ে পড়া বাংলা আউটলুক ও ঢাকা পোস্টের ফটোকার্ড দুটিই ভিত্তিহীন। সংবাদমাধ্যম দুটি এমন ফটোকার্ড প্রকাশ করেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের বক্তব্য দাবিতে নিউজ পোর্টাল বাংলা আউটলুকের ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি যাচাই করে দেখা যায়, ফটোকার্ডটিতে তারিখ উল্লেখ করা ২০ জানুয়ারি। এই তারিখে বাংলা আউটলুকের ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

বরং সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ফটোকার্ডটি নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে তারা জানায়, ‘বাংলা আউটলুকের নামে একটি ভুয়া ফটোকার্ড অনলাইনে ছড়ানো হয়েছে। নিচের ফটোকার্ডটি বাংলা আউটলুকের নয় এবং এ সংক্রান্ত কোন সংবাদ বাংলা আউটলুক প্রকাশ করেনি।’

এ ছাড়া বাংলা আউটলুকের ফটোকার্ডে সাদিক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি দাবি করা হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, চলতি বছরের শুরুতেই এ পদে রদবদল হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এস এম ফরহাদ।

‘ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের’ নিউজ পোর্টাল ঢাকা পোস্টের লোগো ও ডিজাইন সম্বলিত ফটোকার্ডটি যাচাই করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ ১৯ জানুয়ারি। এই তারিখ সূত্রে ঢাকা পোস্টের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

বরং কার্ডটিতে থাকা শিরোনামে অসঙ্গতি দেখা যায়। যেমন শিরোনামের শেষে দাঁড়ি ব্যবহার করা হয়েছে। সংবাদমাধ্যমগুলো শিরোনামে এমন দাঁড়ি ব্যবহার করে না।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সবকিছু মিলিয়ে ফ্যাক্টওয়াচ বাংলা আউটলুক ও ঢাকা পোস্টের আদলে তৈরি ফটোকার্ডগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার শিশুকে সবজি খাওয়ানোর সহজ উপায়

‘সব প্রশ্নের উত্তর দিতে নেই’—মা হওয়ার গুঞ্জনে কি শাকিবের পথেই হাঁটছেন বুবলী

নিজেকে ‘এমএলএ ফাটাকেষ্ট’ বললেন এমপি প্রার্থী

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র, বহিষ্কার জেলা বিএনপি সম্পাদক

সিলেটে বিএনপির জনসভা শুরু

ঢাকা-১৬ আসন / মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুলের

সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় ১১ সেনা নিহত

খালেদা জিয়া দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন: মান্নান

বিক্ষোভে নিহতদের সংখ্যা জানাল ইরান

‘আমি একটা পরী’— পরী মণির কড়া জবাব

১০

তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী : আমান উল্লাহ

১১

ঢামেকে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর

১২

থালা-বাসন ধোয়ার সময় এড়িয়ে চলুন এই ৫ ভুল

১৩

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৪

তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

১৫

তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় সফরসঙ্গী একঝাঁক ফ্যাসিবাদবিরোধী যোদ্ধা

১৬

বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৭

এবার বিএনপি থেকে বহিষ্কার সাবেক প্রতিমন্ত্রী

১৮

নির্বাচনী প্রচারণায় যা যা করতে পারবেন প্রার্থীরা

১৯

ট্রাম্পের ‘বোর্ড অব পিসে’ যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ

২০
X