কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ড. ইউনূসের ১০০ কোটি টাকা সহায়তার দাবিতে প্রচার

রিউমর স্ক্যানারের প্রতিবেদন
ড. মুহম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
ড. মুহম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ‘ইজরাইলকে ফিলিস্তিনে যুদ্ধ পরিচালনা করার জন্য ১০০ কোটি টাকা সহায়তা দেওয়া ইউনূস আজকে বাংলাদেশের সরকার প্রধান’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

তবে ড. ইউনূস ইসরায়েলকে এমন কোনো সহায়তা দেননি বলে প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিলিস্তিনে যুদ্ধ পরিচালনা করতে ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকার কোনো সহায়তা দেননি বরং, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে দাবিটি প্রচার করা হয়েছে। এ ছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনূস সেন্টার বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে এই বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো দেখতে পাওয়া যায়। ওই সূত্র ও ভিডিওটির বিষয়বস্তুর ভিত্তিতে টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত ‘বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া ইসরায়েলকে প্রত্যাখান করেছিল বঙ্গবন্ধুর সরকার’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ইসরায়েলের বাংলাদেশকে স্বীকৃতি প্রদান ও তৎকালীন বাংলাদেশ সরকারের পদক্ষেপ এবং ফিলিস্তিন-ইসরায়েল প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। তবে ওই ভিডিওতে ফিলিস্তিনে যুদ্ধ পরিচালনা করতে ড. মুহাম্মদ ইউনূসের ইসরায়েলকে ১০০ কোটি টাকার সহায়তা প্রদান সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই প্রসঙ্গে রিউমর স্ক্যানার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লায়র হাইয়াতের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। মি. লায়র রিউমর স্ক্যানারের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে জানিয়েছেন, ‘ইউনূস কর্তৃক ইসরায়েলকে সহায়তার বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম জানলাম। তা ছাড়া ইসরায়েল দাতাগোষ্ঠীর কোনো সহায়তার বিষয় জনসম্মুখে প্রকাশ করে না।’

পরে রিউমর স্ক্যানার বিষয়টি নিয়ে ইউনূস সেন্টারের সঙ্গে কথা বলেছে। ড. ইউনূসের মুখপাত্রের ভূমিকা পালন করা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আলোচিত দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

প্রতিষ্ঠানটি রিউমর স্ক্যানারকে জানিয়েছে, ‘বিষয়টি গভীর উদ্বেগজনক কারণ ভুয়া এই সংবাদটি ড. ইউনূসের সুনামকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করছে বলে মনে হচ্ছে।’

উল্লেখ্য, আগেও একাধিকবার একই দাবি বানোয়াট তথ্যসূত্রের ভিত্তিতে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে রিউমর স্ক্যানার সে সময় ফ্যাক্টচেক প্রতিবেদন ও কুইক ফ্যাক্ট প্রতিবেদন প্রকাশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন এবং কতটা শক্তিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’?

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মতবিনিময় সভায় বক্তারা / মহাসড়কে নিরাপত্তা ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

১০

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

১১

‘ধর্ম অবমাননা’ : সেই অপূর্ব পালকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ

১২

বিসিবি নির্বাচন পেছানোসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি

১৩

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

১৪

ইন্টার ইউনিভার্সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

আশিয়ান সিটিতে ৬ দিনব্যাপী ‘শরৎ উৎসব’

১৬

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

১৭

১৩ সেকেন্ডেই লন্ডভন্ড পাঁচ গ্রাম

১৮

বিজয়ের কারণেই কি ভেঙেছিল রাশমিকা-রক্ষিতের বিয়ে?

১৯

শেষ টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

২০
X