কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ড. ইউনূসের ১০০ কোটি টাকা সহায়তার দাবিতে প্রচার

রিউমর স্ক্যানারের প্রতিবেদন
ড. মুহম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
ড. মুহম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ‘ইজরাইলকে ফিলিস্তিনে যুদ্ধ পরিচালনা করার জন্য ১০০ কোটি টাকা সহায়তা দেওয়া ইউনূস আজকে বাংলাদেশের সরকার প্রধান’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

তবে ড. ইউনূস ইসরায়েলকে এমন কোনো সহায়তা দেননি বলে প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিলিস্তিনে যুদ্ধ পরিচালনা করতে ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকার কোনো সহায়তা দেননি বরং, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে দাবিটি প্রচার করা হয়েছে। এ ছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনূস সেন্টার বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে এই বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো দেখতে পাওয়া যায়। ওই সূত্র ও ভিডিওটির বিষয়বস্তুর ভিত্তিতে টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত ‘বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া ইসরায়েলকে প্রত্যাখান করেছিল বঙ্গবন্ধুর সরকার’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ইসরায়েলের বাংলাদেশকে স্বীকৃতি প্রদান ও তৎকালীন বাংলাদেশ সরকারের পদক্ষেপ এবং ফিলিস্তিন-ইসরায়েল প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। তবে ওই ভিডিওতে ফিলিস্তিনে যুদ্ধ পরিচালনা করতে ড. মুহাম্মদ ইউনূসের ইসরায়েলকে ১০০ কোটি টাকার সহায়তা প্রদান সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই প্রসঙ্গে রিউমর স্ক্যানার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লায়র হাইয়াতের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। মি. লায়র রিউমর স্ক্যানারের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে জানিয়েছেন, ‘ইউনূস কর্তৃক ইসরায়েলকে সহায়তার বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম জানলাম। তা ছাড়া ইসরায়েল দাতাগোষ্ঠীর কোনো সহায়তার বিষয় জনসম্মুখে প্রকাশ করে না।’

পরে রিউমর স্ক্যানার বিষয়টি নিয়ে ইউনূস সেন্টারের সঙ্গে কথা বলেছে। ড. ইউনূসের মুখপাত্রের ভূমিকা পালন করা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আলোচিত দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

প্রতিষ্ঠানটি রিউমর স্ক্যানারকে জানিয়েছে, ‘বিষয়টি গভীর উদ্বেগজনক কারণ ভুয়া এই সংবাদটি ড. ইউনূসের সুনামকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করছে বলে মনে হচ্ছে।’

উল্লেখ্য, আগেও একাধিকবার একই দাবি বানোয়াট তথ্যসূত্রের ভিত্তিতে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে রিউমর স্ক্যানার সে সময় ফ্যাক্টচেক প্রতিবেদন ও কুইক ফ্যাক্ট প্রতিবেদন প্রকাশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

কেশবপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বসুন্দরী মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন ফিলিস্তিনি নাহিন আইয়ুব

১০

স্বেচ্ছাসেবক দল নেতা তুষার নিখোঁজ

১১

নীরবে শরীরে যে ৭ ক্ষতি করছে ইউরিক অ্যাসিড

১২

ডুবুরিদের ৩ ঘণ্টার চেষ্টাতেও সন্ধান মেলেনি শিশু নাজিমের

১৩

ভাত ছেড়ে দিলেই কি ওজন কমবে? যা বলছেন পুষ্টিবিদ

১৪

কানাডা মাতাতে যাচ্ছেন জায়েদ খান

১৫

মৃত্যুর কারণ চিরকুটে লিখে গেলেন নাসরিন

১৬

সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব

১৭

ড্যাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

১৮

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

১৯

ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত ৭১

২০
X