কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৮:০৮ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজের বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম

মো. মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
মো. মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে বক্তব্যের কয়েকটি অংশ পরিবর্তন এনেছেন। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত ২টা ৫১ মিনিটে দেওয়া ওই পোস্টের প্রায় দেড় ঘণ্টা পর এসব পরিবর্তন করেন তিনি।

মাহফুজ আলম প্রথম পোস্টের এক জায়গায় লিখেছিলেন, ‘আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে, আমার বিরুদ্ধে লেগেছেন। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে!’

এই পোস্ট দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ভোররাত ৪টা ২৮ মিনিটে পোস্টের এই অংশে পরিবর্তন আনেন মাহফুজ আলম। সংশোধিত পোস্টে এই অনুচ্ছেদ পরিবর্তন করে তিনি লেখেন, ‘আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে, আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে।’

প্রথমে দেওয়া পোস্টের এই অনুচ্ছেদের শেষ বাক্য ‘একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে’ সংশোধিত পোস্টে তিনি রাখেননি।

প্রথম পোস্টে মাহফুজ আলম তদবির চেষ্টার কথা উল্লেখ করে দুর্নীতির প্রস্তাব পাওয়ার একটি ঘটনা তুলে ধরেন। তিনি লেখেন, ‘তদবিরের কথা উঠল যখন, একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সঙ্গে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই। সদুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়।’

কথোপকথন রেকর্ড করে ফাঁসানোর চেষ্টার অভিযোগ করে মাহফুজ আলম আরও লেখেন, ‘সে ব্যক্তি কনভারসেশন (কথোপকথন) রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সে সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই, ভাই, আমরা এ কাজ করতে দেইনি। আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এ কাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেননি।’

পোস্টের শেষে ‘পুনশ্চ’ দিয়ে মাহফুজ আলম যোগ করেন, ‘আমার নিকৃষ্ট শত্রুরাও গত ১২ মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি। একটি নূতন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। হাজার কোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সংশোধিত পোস্টে এই অংশেও পরিবর্তন এনেছেন মাহফুজ আলম। তাতে তিনি দুর্নীতির বিষয়ে করা তার বক্তব্য পরিবর্তন এবং ‘নূতন দলের মহারথী’র জায়গায় ‘বিভিন্ন দলের মহারথী’দের কথা উল্লেখ করেন। আর শেষের বাক্যটি বাদ দেন।

সংশোধিত পোস্টে বিশেষ দ্রষ্টব্য দিয়ে মাহফুজ আলম লেখেন, ‘কয়েকটা বাক্য নিয়ে অযথাই জল ঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মবিলিটির ল্যাডার। একটা না, কয়েকটা দলের মহারথীরাই আমার/আমাদের বিরুদ্ধে কাজ করছেন। কিন্তু, সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার।’ উপদেষ্টা মাহফুজ আলম এই পোস্ট দিয়ে তাঁর ভাই মাহবুব আলমের ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২ নেতাকে স্থায়ী বহিষ্কার

প্রথমে কী দেখছেন বলে দেবে আপনি কীভাবে চিন্তা করেন

জাকসুর ১৬ হলের ভোট গণনা শেষ

খাবার ঘর ছোট? সমস্যা নেই, সাজান বুঝেশুনে

সালমানের পর গুলি চলল দিশার বাড়িতে

আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে: আবীর চ্যাটার্জি

‘গণআন্দোলনের প্রস্তুতি নিন, পরিবর্তনের সময় এসে গেছে’

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল

গ্রুপ অব ডেথে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

দুর্গাপূজা শুরুর আগে বাড়ি থেকে এই ৪ জিনিস সরিয়ে ফেলুন

১০

জাকসু নির্বাচন / ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা

১১

তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনে ভোট গণনা

১২

সাগরে লঘুচাপ, টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১৩

সাতসকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৪

ফিলিস্তিন থাকবে না, এই ভূমি আমাদের : নেতানিয়াহু

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

স্লোগানের রাজনীতির দিন শেষ : মুন্না

১৭

ডাকসু নির্বাচনে জয়ীদের মালয়েশিয়ার ছাত্রসংগঠন পিকেপিআইএমের অভিনন্দন

১৮

পূর্বজন্মে আমি বাঙালি ছিলাম: বিদ্যা বালান

১৯

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

২০
X