কালবেলার ফটোকার্ড এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। ‘বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে ফেসবুকে ট্রলকারীরাও‘ শীর্ষক শিরোনামে এমনই একটি কার্ডে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের ছবি যুক্ত করে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।
ইতোমধ্যেই ভুয়া তথ্য সম্বলিত ওই ফটোকার্ড কালবেলার নজরে এসেছে। ওই কার্ডে ২৪ সেপ্টেম্বর, ২০২৩ লেখা রয়েছে। সেখানে মনগড়া তথ্য দিয়ে কালবেলার নাম জুড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই কালবেলার পক্ষ থেকে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ‘বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে ফেসবুকে ট্রলকারীরাও’ শীর্ষক কোনো বক্তব্য দেননি। কালবেলা উক্ত শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং উক্ত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।