কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

‘দেশে মুরগির গ্রিল ৩৫০ টাকা, মানুষ পুড়ে কাবাব হলে দাম শূন্য’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্মাতা আশফাক নিপুণ বলেছেন, দেশে মুরগির কাবাবের (গ্রিল) দাম ৩৫০ টাকা, বিফ শিক কাবাব ২৫০ টাকা সেই দেশে মানুষ পুড়ে অথবা শ্বাসনালী পুড়ে কাবাব হয়ে গেলে তার দাম ০ টাকা।

শুক্রবার (১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেইলি রোডে আগুনের প্রসঙ্গ তুলে এসব কথা বলেন তিনি।

আশফাক নিপুণ তার পোস্টে লিখেছেন, ‘রাজউক বলছে বেইলি রোডের পুড়ে যাওয়া ভবনটায় রেস্টুরেন্ট করার অনুমতি ছিল না। ফায়ার সার্ভিস বলছে পুড়ে যাওয়ার আগে তিনবার নোটিশ দেওয়া হয়েছিল ভবনটি ঝুঁকিপূর্ণ বলে। কিন্তু বাস্তবতা হল খোদ রাজধানীর ব্যস্ততম এলাকা বেইলি রোডে এই ভবন গতকাল পর্যন্ত রমরমা চলছিল। রাজউক তাহলে কী করল যখন দেখল অনুমতি না নিয়েই রেস্টুরেন্ট ব্যবসা চলছিল সেই ভবনে? ফায়ার সার্ভিস তাহলে কী করল ৩ বার নোটিশ দেওয়ার পরেও যখন ভবনের কেউ কর্ণপাত করল না? এদের চোখে কী পড়ে নাই ভবনটা? নাকি রাজউক আর ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই এলাকা দিয়ে কখনো যাতায়াত করেন না?’

তিনি বলেন, ‘এখন যদি ঢাকা শহরের সকল ভবনের সেইফটি সিকিউরিটি তদারকিতে বের হয় কর্তৃপক্ষ তাতেও কী নিশ্চিত হবে যে ঝুঁকিপূর্ণ ভবন সব সিলগালা করে দেওয়া হবে? নাকি টাকা খেয়ে ছেড়ে দেওয়া হবে? ঝুঁকিমুক্ত ভবনকেও যে টাকা খাওয়ার আশায় ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দেওয়া হবে না তার গ্যারান্টি কি কেউ দিতে পারবে? পারবে না, কারণ সবাই ধান্দাবাজ। উপর থেকে নীচ পর্যন্ত সবাই ধান্দাবাজ। এই দেশে সর্ব্বোচ্চ মহল থেকে ধান্দাবাজি আর দুর্নীতিকে এমন কাঠামোগতভাবে এস্টাবলিশ করা হয়েছে যে যতই আমরা চাই না কেন ২৯ ফেব্রুয়ারি (বেইলি রোড), ৩ জুন (নিমতলি), ২০ ফেব্রুয়ারি (চকবাজার), ২৮ মার্চ (বনানী), ২৭ জুন (মগবাজার), ৪ এপ্রিল (বঙ্গবাজার) ফিরে ফিরে না আসুক, এরকম দিন আসবেই।’

তিনি আরও লিখেছেন, ‘12th Fail সিনেমার অজপাড়াগাঁয়ের মনোজ কুমার শর্মার পিসিএস পাশ করে সৎ অফিসার হওয়া দেখে আমরা যতই উজ্জীবিত হই না কেন, আমাদের দেশে এরকম মনোজ কুমার শর্মা আসলে কোনদিন তৈরি হবে না। সিস্টেমই হয় মনোজ কুমার শর্মা তৈরি হতে দিবে না অথবা মনোজ কুমার শর্মা নিজেই সিস্টেমের অংশ হয়ে দুই হাতে টাকা কামাবে। আকাশ থেকে শুরু করে মাঠ পর্যায়ের দুর্নীতি এবং এর কোনো বিচার না হওয়ার খেসারত এই জাতিকে ততদিন পর্যন্ত দিতে হবে যতদিন না সিস্টেমকে প্রশ্ন করা হবে, সিস্টেমকে কাঠগড়ায় তুলতে না পারবে সাধারণ মানুষ। নাহলে যে দেশে মুরগির কাবাবের (গ্রিল) দাম ৩৫০ টাকা, বিফ শিক কাবাব ২৫০ টাকা সেই দেশে মানুষ পুড়ে অথবা শ্বাসনালী পুড়ে কাবাব হয়ে গেলে তার দাম ০ টাকা বৈ আফসোস আর আহাজারি ছাড়া কিছুই হবে না।’

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। আগুনে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু মারা গেছেন‌। নিহতদের মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এদের ৩৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুজনের লাশ মর্গের ফ্রিজে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিতই পুলিশের লক্ষ্য : আইজিপি

জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্যবিমোচন সম্ভব : ধর্ম উপদেষ্টা 

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

বাসস চেয়ারম্যানের উদ্যোগে পাইকগাছায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

জবির দুই নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, থানায় জিডি

ভারত-বাংলাদেশ ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ বিতর্কে যা বলল বিসিবি

পোস্টাল ব্যালেটে মার্কা বিভ্রান্তি দূর করতে ইসিকে গণঅধিকার পরিষদের চিঠি 

মাইজভাণ্ডারে শিক্ষা উৎসব / বিজ্ঞান ও এথিকস অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা বললেন, ‘লাস্ট ওয়ার্নিং’

ইরানে আংশিকভাবে ইন্টারনেট চালু

১০

বাথরুমে একদম খোলামেলা গোসল করেন? হতে পারে যে ৩ বিপদ

১১

সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ছাত্রশিবিরের সংহতি প্রকাশ

১২

জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব : ধর্ম উপদেষ্টা 

১৩

দল থেকে ফোন করে বলে ‘মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন’ : রুমিন ফারহানা

১৪

আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে মিটিং শেষে যা জানাল বিসিবি

১৫

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া ও আমলসমূহ

১৬

নিজেই রান আউট করলেন নিজেকে!

১৭

পুরান ঢাকায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

১৮

চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় জামায়াতের উদ্বেগ 

১৯

বাকি ৪৭ আসনে প্রার্থী দেওয়া নিয়ে যা জানাল জামায়াত

২০
X