শান্তনু মজুমদারের ‘জীবন জয়ী হবে’ বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০০৪ সালে বইমেলায়। এবারের বইমেলায় নতুন প্রচ্ছদসহ বইটির নতুন প্রিন্ট এসেছে। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন।
বইটিতে লেখক সরদার ফজলুল করিম জীবনের জয়গান করেন। মনীষী সরদার ফজলুল করিমের জীবন প্রজ্ঞা-পর্যবেক্ষণ-কর্মযজ্ঞের মিশেল। তাঁর কর্ম ও চিন্তার কেন্দ্র-প্রান্ত-পরিধিতে শুধু মানুষ। তত্ত্ব কিংবা মতাদর্শের গুন-বিচারে তিনি সর্বজনের কথা আর জনমঙ্গলের বার্তা খোঁজেন। মানুষের উপযোগী সমাজের জন্য কাজ করেছেন আজীবন।
নিজ-দেশ হোক বা দূর-দেশের, প্রগতির পক্ষের লোকেদের তিনি স্বজন জ্ঞান করেন। সরদার ফজলুল করিম হতাশার রোদন করেন না। তিনি আশার কাণ্ডারি। তিনি জীবনের প্রতি পলে আশার বীজ বুনেন।
শান্তনু মজুমদারের ‘জীবন জয়ী হবে’তে এই সরদার ফজলুল করিমকে খুঁজে পাবেন সকলে।
মন্তব্য করুন