প্রথমার্ধের সমান তালে লড়াইটা অসম হয়ে গেছে মাঝ বিরতির পর। সুফল হিসেবে সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে ভারত। নেপালের বিপক্ষে ২-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে কুয়েতও নাম লেখায় শেষ চারে।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ হ্যাটট্রিক করা সুনীল ছেত্রী এদিন ৬২ মিনিটে স্কোরিং চার্ট খোলেন (১-০)। আসরের দুই ম্যাচে এটি ছিল ৩৭ বছর বয়সী গোল মেশিনের চতুর্থ গোল। এখন পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা বেঙ্গালুরু এফসির এ ফরোয়ার্ডই। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২৪ বছর বয়সী উইঙ্গার মহেশ সিং (২-০)। পাকিস্তানের বিপক্ষে কুয়েতের আল-ফানেনি জোড়া গোল করেন, বাকি দুই গোল করেন আল-এনেজি ও আল-রাশিদি। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল ভারত, অন্যদিকে নেপালকে ৩-১ গোলে হারায় কুয়েত।
মন্তব্য করুন