স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১১:০৮ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে ভারতীয় কিংবদন্তি

অংশুমান গায়কোয়াড়। ছবি : সংগৃহীত
অংশুমান গায়কোয়াড়। ছবি : সংগৃহীত

ব্যাটার, কোচ, নির্বাচক- ভারতীয় ক্রিকেটের প্রায় সবক্ষেত্রেই অবদান ছিল অংশুমান গায়কোয়াড়ের। তাকে বলা হতো ভারতীয় অন্যতম সাহসী ক্রিকেটার। ব্লাড ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ের পর অবশেষে হার মানলেন এই কিংবদন্তি। ৭১ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।

চলতি বছর জুনে চিকিৎসা শেষে লন্ডনে থেকে দেশে ফেরেন তিনি। এরপর আবারও দেখা দেয় নানা শারীরিক জটিলতা। এতে ভর্তি করা হয় বরোদার হাসপাতালে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে বুধবার (৩১ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৭৫ সালে ভারতীয় জাতীয় দলে অভিষেক হয় তার। ১৯৮৭ সাল পর্যন্ত খেলেছেন ৪০ টেস্ট ও ১৫ ওয়ানডে। টেস্টের ৭০ ইনিংস্টে তার ১৯৮৫। এরপর জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি। পরে হন জাতীয় দলের কোচ।

১৯৮৩ সালে পাকিস্তানের বিপক্ষে খেলেন ২০১ রানের ইনিংসে। টেস্ট ক্যারিয়ারের এটি তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে ধীরতম দ্বিশতকের রেকর্ডও এটি। ৪৩৬ বলের ইনিংসটি খেলতে ৬৭১ মিনিট ব্যাট করেন গায়কোয়াড়। ক্যারিয়ারের শেষ ইনিংসেও সেঞ্চুরি আছে তার।

ক্রিকেট ছাড়ার পর ১৯৯৭-২০০০ সালে দুই মেয়াদের জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার অধীনের ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলে ভারত। চলতি বছর জুলাই মাসের শুরুর দিকে তার চিকিৎসার জন্য এক কোটি রুপি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তার মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতের ক্রিকেটাঙ্গনে। জাতীয় দলের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার শোকবার্তায় বলেন, ‘ভারতীয় ক্রিকেটের তিন সাহসী ক্রিকেটার একনাথ সোলকার, মোহিন্দর অমরনাথ এবং অংশুমান গায়কোয়াড়ের সঙ্গে খেলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। মন খারাপ করে দেওয়ার মতো খবর। চার্লি (গায়কোয়াড়) দেখিয়ে দিল, বিনা লড়াইয়ে সে জীবনের উইকেটও ছুড়ে দেবে না। শেষ পর্যন্ত লড়াই করে গেল। ওর আত্মার শান্তি কামনা করি।’

এ ছাড়া শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও বিসিসিআইয়ের সচিব জয় শাহ। ২২ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ৪০ টেস্টে ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান করেছেন তিনি।

দুটি শতকের সঙ্গে রয়েছে ১০টি অর্ধশতক। ১৫ ওয়ানডেতে ২০.৬৯ গড়ে তিনি ২৬৯ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৬ ম্যাচে ৩৪ শতকে ১২,১৩৬ রান করেছেন গায়কোয়াড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার জয়

গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প

নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবারও লেকর্নুকে নিয়োগ দিলেন মাখোঁ

চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে : ট্রাম্প

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

রাজধানীতে আজ কোথায় কী

যুক্তরাজ্যে তিন মাসে ২২টি মসজিদে হামলা, কারণ কী?

দেশে ফিরে যা বললেন শহিদুল আলম

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১০

যারা মন্দিরে হামলা করত তারা দেশে নেই : এটিএম আজহার

১১

চট্টগ্রামে ‘সমুদ্র পরিবেশ রক্ষা ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সেমিনার

১২

‘দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না’

১৩

নিখোঁজের ছয় ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৪

মেঘনার তীরে দেখা মিলল রাসেল ভাইপারের, অতঃপর...

১৫

স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী নিহত

১৬

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাভারে ব্যাপক গণসংযোগ

১৭

খেলাধুলা চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত জাতি : আমিনুল হক

১৮

বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠিত করা যাবে না : সাইফুল হক

১৯

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

২০
X