স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি পোড়ানোর গুজব নিয়ে যা বললেন লিটন দাস

মাশরাফীর পুড়ে যাওয়া বাড়ি (বাঁয়ে) ও ইনসার্টে মাশরাফী-লিটন। ছবি : সংগৃহীত
মাশরাফীর পুড়ে যাওয়া বাড়ি (বাঁয়ে) ও ইনসার্টে মাশরাফী-লিটন। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার এক দফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা।

হামলা হয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার বাড়িতেও। তবে ভারতীয় কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে মাশরাফীর পোড়া বাড়িটিকে লিটন দাসের বলে প্রচার করা হয়। তবে ভারতীয় ও পাকিস্তানের গণমাধ্যম ফ্যাক্ট চেকের মাধ্যমে জানানো হয় এটা পুরোপুরি গুজব।

এবার এ বিষয়ে মুখ খুলেছেন লিটন কুমার দাস। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে নিজের ফেসবুকে এক বার্তায় গুজবে কান না দিতে অনুরোধ করেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’

এ ছাড়া পোস্টের পরের অংশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ।’

কেমন বাংলাদেশ প্রত্যাশ করছেন তাও জানান লিটন, ‘আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে। কারণ দেশটা আমাদের সবার।’

ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিন্দুত্ব নাইটস নামের একটি পেজে মাশরাফীর পুড়ে যাওয়া বাড়ির ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়, ‘বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।’

সোমবার (৫ আগস্ট) দেওয়া সে পোস্টের ভিউ এখন পর্যন্ত ১৬ লাখেরও বেশি। গত দুদিনে এই পেজে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ বলে অনেক ছবি ও ভিডিও ছড়ানো হয়।

এ ছাড়া এক্সের সুনন্দা রয় আরও একটি পেজে একই ছবি পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়, ‘ইনি লিটন দাস, বাংলাদেশের ক্রিকেটার। বাংলাদেশে তিনি জাতীয় নায়ক, তার বাড়ি ইসলামপন্থিরা পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে একজন এলিট শ্রেণির হিন্দুর এই অবস্থা, তাহলে সাধারণ হিন্দুদের কী অবস্থা ভাবুন!’

প্রায় একই সুরে এক্সে পোস্ট করেছে দীপক কুমার, সত্য প্রকাশ, প্রতীকসহ আরও অনেকে।

তবে মঙ্গলবার (৬ জুলাই) ভারতীয় গণমাধ্যম দৈনিক দ্য ইকোনমিক টাইমস এ নিয়ে এক প্রতিবেদন করে। সে প্রতিবেদনের শিরোনাম হচ্ছে, ‘বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের বাড়ি আন্দোলনকারীরা পুড়িয়ে দিয়েছে? ভাইরাল ভিডিওর পেছনের সত্যিটা এখানে।’

এই প্রতিবেদনে আসল ঘটনাটি জানায় গণমাধ্যমটি। প্রতিবেদনটির এক জায়গা লিখেছে, ‘লিখেছে, পুড়তে থাকা বাড়ির যে ছবি ছড়িয়ে পড়েছে, সেটি লিটন দাসের নয়, মাশরাফীর বাড়ি।’

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ‘‘এ লোকগুলো কারা যারা ‘লিটন দাসের বাড়ি পোড়ানো হচ্ছে’ বলে খবর ছড়াচ্ছে? এমন ভুয়া খবর ছড়ানো বন্ধ হওয়া উচিত! এটা নড়াইল-২ আসনের এমপি মাশরাফীর বাড়ি। তিনিও সাবেক বাংলাদেশের ক্রিকেটার।”

প্রতিবেদনের পরের অংশটিতে লেখা, ‘এই হিন্দু-মুসলিম রাজনীতি বন্ধ হওয়া উচিত! তবে আমরা এটাও অস্বীকার করতে পারি না যে, বাংলাদেশে অনেক প্রাণ ঝরছে, অনেক সম্পদ নষ্ট হচ্ছে। এ সহিংসতাও বন্ধ হওয়া উচিত!’

এ দিকে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনও এ নিয়ে ফ্যাক্ট চেক করেছে। এর প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে সহিংসতায় মাশরাফীর বাড়ি পুড়েছে, লিটন দাসের নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ককপিটে তরুণদের বসাতে চাই : জামায়াত আমির

না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নুর

চীনের সেই বিমানবাহী রণতরী প্রস্তুত, ঘুরিয়ে দিতে পারবে কি যুদ্ধের মোড়?

দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি : কাজী আলাউদ্দিন

জানুয়ারিতেই চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে মেসিকে!

শাকিব খানের দলে নাম লেখালেন আরেক তারকা

ধানের শীষের মনোনয়ন নিয়ে অসন্তোষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ 

পরবর্তী আইপিএলও খেলবেন ধোনি

প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে হত্যায় রাজি হলেন মা, পেলেন দেড় লাখ টাকাও

‘তারেক রহমান দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন’

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

১১

প্রসূনের ‘লোক দেখানো পার্টি’ পোস্ট নিয়ে যা বললেন পরীমণি

১২

জাহানারার অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান মাশরাফী

১৩

প্রকাশ্যে তরুণীর ওড়না ধরে টান, অতঃপর...

১৪

মার্কিন বিমানঘাঁটিতে সন্দেহজনক পার্সেল, অনেকে অসুস্থ

১৫

৩১ দফা বাস্তবায়নে দেশের নতুন পরিচয় ঘটবে : দুলু

১৬

বিএনপির ৩ নেতার পদ স্থগিত

১৭

পাকিস্তানে যুদ্ধে গিয়ে গোপালগঞ্জের তরুণ নিহত

১৮

এক মঞ্চে বরিশাল জেলা-মহানগর বিএনপি, তৃণমূলে উচ্ছ্বাস

১৯

এনসিপির আনন্দ মিছিল

২০
X