স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৮:৫৮ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে স্ত্রী শিশিরের দীর্ঘ স্ট্যাটাস

সাকিব ও শিশির। ছবি : সংগৃহীত
সাকিব ও শিশির। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে নিবর ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ জন্য অনেকেই সমালোচনা করেছেন তার। তৎকালীন সরকার দলীয় সংসদ সদস্য সাকিবকে ভক্তদের তোপের মুখেও পড়তে হয়। এ সময় চুপ ছিলেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

তবে হঠাৎ করেই সরব হয়ে উঠলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্ক এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সাকিব পত্নী।

মূলত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিশিরের সঙ্গে সাকিবের বিবাহবিচ্ছেদের গুজব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া সাকিবের হোটেলজীবন নিয়ে ভিডিওবার্তা দেন এক তরুণী।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উধাও হয় যায় শিশিরের পোস্ট। আবার গুঞ্জন ওঠে একে অপরকে আনফলো করার। গুজব ছড়ানোর কয়েকঘণ্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে সবকিছু পরিস্কার করলেন সাকিব পত্নী শিশির।

সাকিব ও তিন সন্তানসহ একটি পারিবারিক ছবি পোস্ট করে, এর ক্যাপশনের শিশির লিখেন, ‘তার (সাকিবের) কর্মজীবন এবং পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতে পারে। আমি এটা অস্বীকার করব না, যে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা রয়েছে! আপনি যদি চান তার সমালোচনা করুন! তবে দয়া করে এটি (সমালোচনা) আমাদের সম্পর্কের সাথে মেশাবেন না’

স্ট্যাটাসের এ পর্যায়ে স্বামীর প্রশংসা করে শিশির লিখেছেন, ‘তিনি একজন দুর্দান্ত স্বামী এবং একজন আর্দশ বাবা। সে সর্বদা আমার প্রতি সৎ এবং অনুগত। আমি আঘাত পাই এমন কোনো কিছুই সে কখনও করেনি। এমন কী আমার পাশে দাঁড়ানোর জন্য একবার বরখাস্তও হয়েছিলেন। আমি সবসময় তার আউটিং (বাইরে থাকা) সম্পর্কে সচেতন এবং বেশিরভাগ সময় আমি তার সাথে থাকি। ১৩ বছর আগে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সেই একই ব্যক্তি। তিনি একশতে একশ পাওয়ার যোগ্য। আমাদের একটি সুন্দর পরিবার রয়েছে, আলহামদুলিল্লাহ!’

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর অনুরোধ করে সাকিব পত্নী স্ট্যাটাসে লিখেন, ‘দয়া করে এ অনলাইন গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা হয় লেখা তা সবসময় বিশ্বাস করবেন না। এই কাট এন পেস্ট ছবিগুলো পুরো গল্পটি বলে না। যারা এটি করছেন, তাদের কাছে আমি একটি কথাই বলবো, এ সব করে আপনাদের কিছুই লাভ হবে না!’

এ পর্যায়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কেন স্ট্যাটাস দিয়েছেন তারও ব্যাখ্যা দেন শিশির, ‘আমি আমার ব্যক্তিগত জীবন কথা বলতে পছন্দ করি না। আমি চুপ করে থাকতে চেয়েছিলাম। কারণ সত্য আমার মধ্যে রয়েছে। তবে অপ্রয়োজনীয় কল পাওয়ায়, আমি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম!’

বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে রয়েছে সাকিব। এ প্রসঙ্গে শিশির লিখেছেন, ‘তার এখন পাকিস্তান সিরিজে মনোনিবেশ করার প্রয়োজন। আর আমি আমাদের পরিবারের দিকে মনোনিবেশ করি। আমরা সবসময় একটি দল ছিলাম এবং ইনশা আল্লাহ একটি দল হিসাবে থাকব।’

সবশেষ বিশেষ দ্রষ্টব্যে শিশির লিখেছেন, ‘আমি আমার কোনও পোস্ট বা ছবি ডিলেট করেনি। আমি সেগুলো কেবল ব্যক্তিগত করেছি। ছবির পোস্টগুলো, আমাদের কোনও সম্পর্কের ন্যায্যতা দেয় না! আপনাকে ধন্যবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত

চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার, পরিচয় নিশ্চিতে যে পদক্ষেপ নিচ্ছে দুদক

৯০ বার পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন 

‘জ্যোতি ছোটবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করত’

‘শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন পেয়ে যাদের অভিনন্দন জানালেন এনসিপি নেত্রী

গ্রেপ্তারের ১৫ দিনের মাথায় বর্ষার জামিন আবেদন, নামঞ্জুরের আদেশ

অনলাইন জুয়াড়ি দিপুসহ গ্রেপ্তার ৩

‘তোমার জন্য স্ত্রীকে হত্যা করেছি’

ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

১০

জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

১১

প্রার্থী তালিকায় না থাকা যুবদলের নয়নের প্রতিক্রিয়া

১২

সাগরে লঘুচাপ, ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

দেশে তৈরি হয় এমন যন্ত্রাংশ আমদানিতে শুল্কছাড়ে ঝুঁকির মুখে স্থানীয় ইলেকট্রনিক্স শিল্প খাত

১৪

জোবায়েদ হত্যা / অহেতুক হয়রানি করতে কোমলমতি বর্ষাকে পুলিশ গ্রেপ্তার করেছে : আইনজীবী 

১৫

সাংবাদিকতার ওপর আইজিসিএফের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

চমক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

১৭

৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

১৮

ট্রেন আটকে মনোনয়ন পরিবর্তনের দাবি

১৯

৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

২০
X