স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৮:৫৮ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে স্ত্রী শিশিরের দীর্ঘ স্ট্যাটাস

সাকিব ও শিশির। ছবি : সংগৃহীত
সাকিব ও শিশির। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে নিবর ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ জন্য অনেকেই সমালোচনা করেছেন তার। তৎকালীন সরকার দলীয় সংসদ সদস্য সাকিবকে ভক্তদের তোপের মুখেও পড়তে হয়। এ সময় চুপ ছিলেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

তবে হঠাৎ করেই সরব হয়ে উঠলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্ক এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সাকিব পত্নী।

মূলত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিশিরের সঙ্গে সাকিবের বিবাহবিচ্ছেদের গুজব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া সাকিবের হোটেলজীবন নিয়ে ভিডিওবার্তা দেন এক তরুণী।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উধাও হয় যায় শিশিরের পোস্ট। আবার গুঞ্জন ওঠে একে অপরকে আনফলো করার। গুজব ছড়ানোর কয়েকঘণ্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে সবকিছু পরিস্কার করলেন সাকিব পত্নী শিশির।

সাকিব ও তিন সন্তানসহ একটি পারিবারিক ছবি পোস্ট করে, এর ক্যাপশনের শিশির লিখেন, ‘তার (সাকিবের) কর্মজীবন এবং পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতে পারে। আমি এটা অস্বীকার করব না, যে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা রয়েছে! আপনি যদি চান তার সমালোচনা করুন! তবে দয়া করে এটি (সমালোচনা) আমাদের সম্পর্কের সাথে মেশাবেন না’

স্ট্যাটাসের এ পর্যায়ে স্বামীর প্রশংসা করে শিশির লিখেছেন, ‘তিনি একজন দুর্দান্ত স্বামী এবং একজন আর্দশ বাবা। সে সর্বদা আমার প্রতি সৎ এবং অনুগত। আমি আঘাত পাই এমন কোনো কিছুই সে কখনও করেনি। এমন কী আমার পাশে দাঁড়ানোর জন্য একবার বরখাস্তও হয়েছিলেন। আমি সবসময় তার আউটিং (বাইরে থাকা) সম্পর্কে সচেতন এবং বেশিরভাগ সময় আমি তার সাথে থাকি। ১৩ বছর আগে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সেই একই ব্যক্তি। তিনি একশতে একশ পাওয়ার যোগ্য। আমাদের একটি সুন্দর পরিবার রয়েছে, আলহামদুলিল্লাহ!’

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর অনুরোধ করে সাকিব পত্নী স্ট্যাটাসে লিখেন, ‘দয়া করে এ অনলাইন গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা হয় লেখা তা সবসময় বিশ্বাস করবেন না। এই কাট এন পেস্ট ছবিগুলো পুরো গল্পটি বলে না। যারা এটি করছেন, তাদের কাছে আমি একটি কথাই বলবো, এ সব করে আপনাদের কিছুই লাভ হবে না!’

এ পর্যায়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কেন স্ট্যাটাস দিয়েছেন তারও ব্যাখ্যা দেন শিশির, ‘আমি আমার ব্যক্তিগত জীবন কথা বলতে পছন্দ করি না। আমি চুপ করে থাকতে চেয়েছিলাম। কারণ সত্য আমার মধ্যে রয়েছে। তবে অপ্রয়োজনীয় কল পাওয়ায়, আমি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম!’

বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে রয়েছে সাকিব। এ প্রসঙ্গে শিশির লিখেছেন, ‘তার এখন পাকিস্তান সিরিজে মনোনিবেশ করার প্রয়োজন। আর আমি আমাদের পরিবারের দিকে মনোনিবেশ করি। আমরা সবসময় একটি দল ছিলাম এবং ইনশা আল্লাহ একটি দল হিসাবে থাকব।’

সবশেষ বিশেষ দ্রষ্টব্যে শিশির লিখেছেন, ‘আমি আমার কোনও পোস্ট বা ছবি ডিলেট করেনি। আমি সেগুলো কেবল ব্যক্তিগত করেছি। ছবির পোস্টগুলো, আমাদের কোনও সম্পর্কের ন্যায্যতা দেয় না! আপনাকে ধন্যবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

তোমাকে ফিরে পেয়ে কত খুশি তা বলার কোনো ভাষা নেই : সাবিকুন নাহার

আলট্রা-লার্জ ব্যাটারিসহ বাজারে এলো নতুন মোবাইল ফোন

বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলগুলোয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে : সালাহউদ্দিন আহমদ

ট্রাকের ধাক্কায় থেমে গেল শিশু সাদের জীবন

সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন : গোলাম পরওয়ার 

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে রাতভর পাহারা দিল কুকুর

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা : শামীম

পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা যুবক

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

১০

কিডনি উৎসর্গ করেও সন্তানকে ফেরাতে পারলেন না মা

১১

বিসিক বার্ষিক সম্মেলন ও কর্মশালার প্রথম দিন সফলভাবে অনুষ্ঠিত

১২

সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

১৩

আন্তর্জাতিক সম্মেলনে চা বিক্রি করছেন মোদি, এআই ভিডিও ভাইরাল

১৪

দল থেকে সুখবর পেলেন বিএনপির ২৪ নেতা

১৫

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন জেনে নিন

১৬

সুখবর পেলেন ছাত্রদল নেতা জিসান

১৭

আটকে পড়া ২ শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

১৮

প্রশাসনের ভয়ে রাতে পুকুর খনন করেও পার পেলেন না ঠিকাদার

১৯

এসিল্যান্ডের গাড়িচাপায় শিশু নিহত

২০
X